আমাদের কথা খুঁজে নিন

   

শাহাবাগের এ সমাবেশে কেউ ভাড়ায় আসেনি

"বাংলা আমার জন্মভূমি, বাংলা আমার প্রাণ; হবনা পিছপা, রাখতে আমার বাংলা মায়ের মান । " " শাহাবাগের এ সমাবেশে কেউ ভাড়ায় আসেনি” ..খুব খাটি কথা বলেছেন মহসিন নামে এক মধ্য বয়সি ব্যক্তি বিডি নিউজ২৪ কে..আমাদের সবগুলো রাজনৈতিক দলকে দেখা যায় এমপি, মন্ত্রীদের নিজ নিজ এলাকা থেকে বাস ভাড়া করে, বিরানী বিলিয়ে এবং সারা দিন রোদে পুরে দলগুলোর মিথ্যা আশ্বাস ও কিছু রূপকথা শোনার জন্য সেলামি দিয়ে ভাড়ায় লোক আনতে। আর বিশ্ববিদ্যালয়ের আশে পাশে হলে তো কথা,ই নেই। সেখানে তাদের কিছু নিয়োগকৃত প্রতিনিধি,ই আছে, যারা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে বাপ-দাদার করা সম্পত্তি মনে করে এবং সেখানে থাকা ছাত্রদেরকে নিজেদের গোলাম মনে করে। তাদের রাজনৈতিক বাপরা যখন কোন মিটিং, মিছিল বা মহাসমাবেশ করে, তখন জোর জবরদস্তি করে, এমনকি পালের গরুর মত পিটিয়ে সেখানে নিয়ে যায়।

আর যারা না যায় কোন পরীক্ষার জন্য বা অসুস্থতার জন্য, তাদের জন্য অপেক্ষা করে হল থেকে বের করে দেবার হুমকি, এমনকি পিটাতেওকার্পণ্য করে না তাদের চেলারা->পাতিনেতা-লাঠিয়াল বাহিনী। আবার মিছিল থেকে ফিরে কখনো হলের গেস্টরুমে রুলকল করে পরীক্ষার্থী বা অসুস্থ বা অন্যান্যদের চিহ্নিত করতে যারা যায়নি। আমার থাকাকালে তো একদিন রাত ১টার সময় আসল আমাদের বের করে দিতে যারা যাইনি। আমার একরুম মেটের কাথা-বালিশ ঢিলা দিয়ে বাহিরে ফেলে দিয়েছিল। কয়েকজনকে পিটিয়েছিল, আরো কত কি।

সেটা না হয় আরেকদিন বলব। কিন্তু শাহাবাগের এ সমাবেশ, আমাদের সবার স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণ। যদিও এর বিরোধী ছাগুরা সেখানে না গিয়েও আকাশ থেকে নারীদের, আমার বোনদের নগ্নতা, সম্ভ্রমহানি ইত্যাদি দেখছে। বসে বসে নানা ভুল ধরছে, অনেক রাজনৈতিক নেতা আবার এটা নিয়েও পলিটিকস শুরু করে দিয়েছে। কবে যে এদের শুভ বোধের উদয় হবে, কে জানে? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.