আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে কলম না থাকলেও চাপাতি থাকে !!

এক অ মানুেষর আর িক বা বলার থােক আপনারা বেলন । তাই নতুন ব্লগার িহসােব সাহায্য করেল চলেব। আপনােদর মন্তেব্যর অেপক্ষায় থাকলাম।
সেরা দেড় হাজার বিশ্ববিদ্যালয়, এমনকি এশিয়া মহাদেশের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম। অথচ একসময় প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।

সেখানে এখন চলে চাঁদাবাজি, রংবাজি, টেন্ডারবাজি, মারামারি, হানাহানি। সেদিন বিশ্ববিদ্যালয় থেকে হলের দিকে যাচ্ছিলাম। এফ রহমান হলের পাশে এসে মোবাইল ফোনে ফ্লেক্সিলোড করার জন্য দাঁড়ালাম। একজন ভাইয়াও হন্তদন্ত হয়ে এলেন মোবাইল ফোনে টাকা ‘ফ্লেক্সিলোড’ করার জন্য। আমি আগে এলেও তাঁর ব্যস্ততা দেখে জায়গা ছেড়ে দিলাম।

তো ভাইয়া ফ্লেক্সি খাতায় নম্বর লিখতে গিয়ে দেখেন পকেটে কলম নেই, ব্যাগেও নেই। ওদিকে ফ্লেক্সিমামার কলমের কালি শেষ। শেষে আমার কলমটাই এগিয়ে দিলাম। কিন্তু অবাক হলাম, টাকা তাঁর মোবাইল ফোনে পৌঁছার সঙ্গে সঙ্গে বন্ধুকে তিনি বললেন, ‘দোস্ত, আমি চাপাতি, ওইগুলান নিয়ে বের হচ্ছি, তোরাও লাঠিসোটা নিয়ে বের হ। ’ বুঝলাম, বিশ্ববিদ্যালয়ে মারামারি হচ্ছে।

তখন অবচেতন মন বলে উঠল, বিশ্ববিদ্যালয়ের ভাইয়াদের কাছে কলম না থাকলেও চাপাতি থাকে ঢের! তথ্যসূত্র : Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.