আমাদের কথা খুঁজে নিন

   

রিলিজ হল ফায়ারফক্স ৪

নিজের মাঝেই আমি নিজে যেন হারিয়ে যাই বারবার।

সম্প্রতি মার্চ মাসের ২২ তারিখে ফায়ারফক্স ৪ রিলিজ হল। এর অনেকগুলো নতুন ফিচার রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল আউটলুক (The Look), স্পীড (Speed) , সিনক্রোনাইজ (Sync). আউটলুকঃ (The Look) এর অউটলুকে অনেকগুলো পরিবর্তন আনা হয়েছে। তার মধ্যে রয়েছে ডিফল্ট মেনু বারের পরিবর্তে বারে উপরে ট্যাব বাটন, এড্রেস বারের শেষে একই স্থানে রিলোড এবং স্টপ বাটন। সার্চ বক্সের পরে হোম বাটন।

স্পীডঃ (Speed) ফায়ারফক্স ৪ তার অন্যান্য ভার্সনের চেয়ে ৬ গুন বেশী দ্রুত চালু হতে এবং পেজ বা ওয়েভ সাইট লোড করতে পারে। আরও আছে Advanced Crash Protection ফিচার। সিনক্রোনাইজঃ (Sync) ফায়ারফক্স ৪ এ এবার ডিফল্ট হিসেবে ফায়ারসিঙ্ক দেয়া হয়েছে। যা আপনার সকল কম্পিউটার এবং মোবাইল এর সকল ব্রাউজিং হিস্ট্রি, বুকমার্ক, পাসওয়ার্ড সিনক্রোনাইজ করবে। বিস্তারিত দেখুন সবকিছু ডট কম এ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।