আমাদের কথা খুঁজে নিন

   

অনুসন্ধান

শব্দশিখা জ্বলে...

লিই স্যুয়ান অনুবাদ: আবদুর রব নীরবে পৃথিবীর ছাদে বসে থাকি অ্যামাজান,ইয়োলো রিভার কিংবা নীলনদ বয়ে যায় আমার পায়ের তলায়। আমি চাঁদ-সূর্যের দিকে হাত বাড়াই, মঙ্গল,বুধ,বৃহস্পপতি গ্রহ আর তাদের রহস্যময় সঙ্গীদের দিকেও। খুঁজি পাহাড় ও প্রস্রবণ, ফুল্ল-লতাগুল্ম, মিষ্টি ফল আর স্নয়ুতন্ত্রের অধিকারী সর্বপ্রকার প্রাণী। হাসি, কথা বলি গান করি মহাবিশ্বের বলি সৃষ্টি, সভ্যতা ও মানব জীবন সম্পর্কে। বিশ্বাস করি না ওই সব উজ্জ্বল চোখের নিচে শুধু ধুলা,পাথর আর মূল্যবান আকরিক, অনেক মাথা কিন্তু সব চিন্তাশূন্য তাহলে তো বিষয়টা চরম নিঃসঙ্গতার! ক্লান্তিহীন অনুসন্ধানে রত পৃথিবীকে চিনতে চাই ইত্যবসরে, চাই, সেও চিনুক আমাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।