আমাদের কথা খুঁজে নিন

   

এমনকি ভুমিকম্পও কেবলই কোন প্রাকৃতিক দূর্যোগ নয়?!



হাইতিতে ভূমিকম্প ঘটিয়েছে আমেরিকা : হুগো শ্যাভেজ যুগান্তর ডেস্ক/২৪.১.১০ (খবরটি দেখার পর থেকেই সবার সাথে ভাগাভাগি করতে ইচ্ছে হয়েছিল। আগে সুযোগ পাই নি। জানি না ইতিমধ্যেই কেউ আপনাদের সাথে এ বিষয়ে শেয়ার করেছেন কিনা। এ সংবাদটি দেখে আপনাদের অনুভুতিগুলো কেমন হয় তা ভাগাভাগির জন্যই পুরোনো পত্রিকা থেকে কেটে নিয়ে তুলে দিলাম। দেখা যাক আপনাদের ভাবনাগুলো কেমন।

আমার মনে হয়েছে যতদিন মার্কিন নেতৃত্বাধীন পুরো সাম্রাজ্যবাদী ব্যবস্থার উচ্ছেদ করা না যাচ্ছে তত দিন সমগ্র প্রকৃতি তো বটেই এমনকি সাম্রাজ্যবাদী গণশত্রুদেরও নিজেদের মুক্তি নাই। ) হাইতির প্রলয়ংকরী ভূমিকম্পের জন্য আমেরিকাকে দায়ী করলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। তার মতে, আমেরিকা টেকটোনিক অস্ত্রের সাহায্যে হাইতিতে ওই প্রলয় ঘটিয়েছে। যাতে মারা গেছে ২ লাখ মানুষ। শ্যাভেজ অভিযোগ করেন, আমেরিকা হাইতিতে টেকটোনিক ওইপন বা ভূমিকম্প অস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

ওই পরীক্ষার ফলে হাইতির পরিবেশ মারাÍক বিপর্যয়ের কবলে পড়ে সৃষ্টি হয় রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প। মারা যায় লাখ লাখ মানুষ। শ্যাভেজ বলেন, এই বিধ্বংসী অস্ত্র এর আগে মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধেও ব্যবহার করে। ফলে সেখানেও ভয়াবহ ভূমিকম্পের সৃষ্টি হয়। শ্যাভেজ বলেন, এই অস্ত্র দূরবর্তী কোন স্থানের পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে।

পরিবেশকে ধ্বংস করে দিতে পারে। শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ সৃষ্টির মাধ্যমে ভূমিকম্প সৃষ্টি করতে পারে বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটাতে পারে। শ্যাভেজ বলেন, হারপ বা হাই ফ্রিকোয়েন্সি অ্যাকটিভ অরাল রিসার্চ কর্মসূচির আওতায় অস্ত্রটি তৈরি করা হয়েছে। ১৯৯০ সালের মাঝামাঝি সময়ে এই কর্মসূচি শুরু হয়। পরিবেশের জন্য মারাÍক ক্ষতিকর বিধায় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম কোহেনও এর বিরোধিতা করেছিলেন।

শ্যাভেজ আমেরিকাকে এই ধ্বংসাÍক ভূমিকম্প অস্ত্র প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ঈশ্বরের সঙ্গে খেলা ভালো নয়। এ খেলা বন্ধ করুন। এর আগে শ্যাভেজ অভিযোগ করেন, ভূমিকম্পের অজুহাতে আমেরিকা হাইতি দখলের পাঁয়তারা করছে। ডিজিটাল জার্নাল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.