আমাদের কথা খুঁজে নিন

   

সবকিছুই পরিবতণশীল, এমনকি “বাণী চিরন্তন”-ও

স্বপ্ন ভঙ্গের বেদনায় কাতর

(শিক্ষনীয় ফ্রম ফানটাইপ পোষ্ট) গল্প ১ - কাঠুরের গল্প Old Version: একদিন এক কাঠুরে বনে কাঠ কাটতে যাচ্ছে। যাওয়ার পথে তার কুড়ালটি নদীতে পড়ে গেল। কাঠুরে মন খারাপ করে নদীর পাড়ে বসে ছিল। এমন সময় পানি নিচ থেকে এক জলপরী উঠে এল। জলপরী কাঠুরেকে জিজ্ঞেস করল, কি ব্যাপার তুমি মন খারাপ করে বসে আছো কেন? কাঠুরে বলল, আমার কুড়াল নদীতে পড়ে গেছে।

জলপরী পানিতে ডুব দিল, আর উঠে এল চকচকে একটা হীরার কুড়াল নিয়ে। কাঠুরে বলল, এটা আমার কুড়াল না। জলপরী আবার ডুব দিল, আর উঠে এল একটা সোনার কুড়াল নিয়ে। এইবারও কাঠুরে বলল, এটা তার কুড়াল নয়। জলপরী আবারও পানিতে ডুব দিল আর উঠে এল কাঠুরের আসল কুড়াল নিয়ে।

কাঠুরে খুশি হয়ে বলল, হ্যা এটাই আমার কুড়াল। জলপরী কাঠুরেকে তিনটি কুড়ালই দিল আর বলল এটা হল তোমার সততার পুরষ্কার। Moral of the Story : সততাই সব্বোকৃষ্ট পন্থা। New Version: একদিন এক কাঠুরে তার বউকে নিয়ে বনে যাচ্ছে। যাওয়ার পথে তার বউ নদীতে পড়ে গেল।

কাঠুরে মন খারাপ করে নদীর পাড়ে বসে ছিল। এমন সময় পানি নিচ থেকে সেই জলপরী উঠে এল। জলপরী কাঠুরেকে জিজ্ঞেস করল, কি ব্যাপার তুমি মন খারাপ করে বসে আছো কেন? কাঠুরে বলল, আমার বউ নদীতে পড়ে গেছে। জলপরী পানিতে ডুব দিল, আর উঠে এল পামেলা এন্ডারসনকে সাথে নিয়ে। জলপরী কাঠুরেকে জিজ্ঞেস করল, এটাকি তোমার বউ? কাঠুরে জবাব দিল, হ্যা এটাই আমার বউ।

কাঠুরে পামেলাকে সাথে নিয়ে হাটা শুরু করল। পেছন থেকে জলপরী বলল, তুমি মিথ্যে বললে কেন? কাঠুরে জবাব দিল, এক বউয়ের জ্বালাতেই আমি শেষ। সত্য কথা বললে তো তুমি আমাকে তিনটা বউ ধরাই দিতে। তারচেয়ে একটাই ভাল। Moral of the Story: অতি লোভে তাতীঁ নষ্ট।

.................................... গল্প ২ – বিপদের বন্ধু Old Version: একদিন দুই বন্ধু বনে বনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। কিছুদূর যাওয়ার পর তারা রাস্তা হারিয়ে ফেলল। একটুপরে সন্ধ্যা হল, নিরাপদ আশ্রয়ের জন্যে তারা একটি বড় গাছের নিচে এল। ১ম বন্ধু গাছে উঠে গেল। কিন্তু ২য় বন্ধু গাছে উঠতে পারে না, তাই সে গাছের নিচেই আশ্রয় নিল।

গভীর রাতে জংলীদের দল এল, ২য় বন্ধু যে নিচে ছিল সে মরার ভান করে পড়ে রইল। জংলীরা তাকে মৃত ভেবে কিছু না করে চলে গেল। পরদিন ২য় বন্ধু বলল আজ থেকে তুই আর আমি বন্ধু না। তুই তোর রাস্তায় যা, আমি আমার রাস্তায় যাচ্ছি। Moral of the Story: বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।

New Version: একদিন দুই বন্ধু বনে বনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। কিছুদূর যাওয়ার পর তারা রাস্তা হারিয়ে ফেলল। একটুপরে সন্ধ্যা হল, নিরাপদ আশ্রয়ের জন্যে তারা একটি বড় গাছের নিচে এল। ১ম বন্ধু গাছে উঠে গেল। কিন্তু ২য় বন্ধু গাছে উঠতে পারে না, তাই সে গাছের নিচেই আশ্রয় নিল।

গভীর রাতে জংলীদের দল এল এবং ২য় বন্ধু যে নিচে ছিল তাকে আচ্ছা মত পিটালো, তারপর চলে গেল। পরেরদিনও তারা বন থেকে বেরুবার রাস্তা খুঁজে পেল না। রাতে একইভাবে ১ম বন্ধু গাছের উপরে আর ২য় বন্ধু গাছের নিচে শুয়ে পড়ল। গভীর রাতে জংলীদের দল এল এবং ২য় বন্ধু যে নিচে ছিল তাকে আবারও আচ্ছা মত পিটালো, তারপর চলে গেল। ৩য়দিনও তারা রাস্তা খুঁজে পেল না।

রাত হল, ২য় বন্ধু ১ম বন্ধুকে বলল, দোস্ত আমার অবস্থা খুব খারাপ। আজ মার খেলে আমি মরেই যাব। তখন ১ম বন্ধু অনেক কষ্ট করে ঠেলে ঠুলে ২য় বন্ধুকে গাছের উপর তুলে দিল। সে নিজে গাছের নিচে শুয়ে পড়ল। গভীর রাতে জংলীদের দল এল, জংলীদের সদার বলল, গত দুইদিন ধরে নিচেরটাকে পিটাচ্ছি, চল আজ উপরেরটাকে পিটাই, এই বলেই তারা গাছের উপর থেকে ২য় বন্ধুকে নামিয়ে আনল আর চরমভাবে পিটানো শুরু করল।

Moral of the Story: কপালের লিখন, না যায় খণ্ডন। ....................................

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.