আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার এবং শাস্তি কার্যকর করায় ছাত্র ইউনিয়নের সস্তি প্রকাশ

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারীদের বিচার এবং শাস্তি কার্যকর করায় সস্তি প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বাংলাদেশে মুক্তিযুদ্ধের অর্জন এবং প্রগতিশীল রাজনৈতিক শক্তির বিকাশ সম্পূর্ণভাবে নস্যাৎ করার জন্যই সাম্রাজ্যবাদী ও প্রতিক্রিয়াশীল শক্তির মদদে মোস্তাক গংরা পরিকল্পিতভাবে এই রাজনৈতিক এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করে। ২৮জানুয়ারি ছাত্র ইউনিয়নের সভাপতি মানবেন্দ্র দেব ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ উজ্জল বলেন, জাতি এ বিচারে খুশি- তবে যুদ্ধাপরাধীদের বিচার, জেল হত্যাকাণ্ড, সিপিবি, উদীচী, ছায়ানট, আওয়ামী লীগের সমাবেশ, রতন সেন, মানিক সাহা, সত্যবান হাজংসহ বিভিন্ন হত্যাকাণ্ডের দ্রুত বিচারের রায়ও দেখতে চায়। নেতৃবৃন্দ সকল হত্যাকাণ্ডের বিচার করে এ জাতিকে কলঙ্কমুক্ত করার আহ্বান জানান।

বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার এবং শাস্তি কার্যকর করায় সিপিবি’র সন্তোষ প্রকাশ দীর্ঘ প্রায় ৩৫ বছর পর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারীদের বিচার এবং শাস্তি কার্যকর করায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। পার্টির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম ২৮জানুয়ারি এক বিবৃতিতে জানান, বাংলাদেশে মুক্তিযুদ্ধের অর্জন এবং প্রগতিশীল রাজনৈতিক শক্তির বিকাশ সম্পূর্ণভাবে নস্যাৎ করার জন্যই সাম্রাজ্যবাদী ও প্রতিক্রিয়াশীল শক্তির মদদে মোস্তাক গংরা পরিকল্পিতভাবে এই রাজনৈতিক এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খুনিরা আরো কয়েকজন এখনও বিভিন্ন দেশে অবস্থান করছে। তাদেরকে দেশে এনে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং একই সাথে যে সব বিদেশি শক্তি ও মহল এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও বিবৃতিতে দাবি জানানো হয়। বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ যুদ্ধাপরাধীদের বিচার, জেল হত্যাকাণ্ড, সিপিবি, উদীচী, ছায়ানট, আওয়ামী লীগের সমাবেশ, রতন সেন, মানিক সাহা, সত্যবান হাজংসহ বিভিন্ন হত্যাকাণ্ডের দ্র্রুত বিচারের দাবি জানান।

বাংলাদেশে হত্যা, ক্যু, ষড়যন্ত্র ও সন্ত্রাসের রাজনীতি বন্ধ করে গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিত করার জন্যই সকল হত্যাকাণ্ডের বিচার জরুরি বলে নেতৃবৃন্দ বিবৃতিতে অভিমত ব্যক্ত করেন। বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার এবং শাস্তি কার্যকর করায় যুব ইউনিয়নের সন্তোষ প্রকাশ দীর্ঘ প্রায় ৩৫ বছর পর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারীদের বিচার এবং শাস্তি কার্যকর করায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন। বাংলাদেশে মুক্তিযুদ্ধের অর্জন এবং প্রগতিশীল রাজনৈতিক শক্তির বিকাশ সম্পূর্ণভাবে নস্যাৎ করার জন্যই সাম্রাজ্যবাদী ও প্রতিক্রিয়াশীল শক্তির মদদে মোস্তাক গংরা পরিকল্পিতভাবে এই রাজনৈতিক এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করে। ২৮জানুয়ারি বিকেল ৫টায় মুক্তাঙ্গনে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। যুবনেতা তারি হোসেন মিটুলের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান সোহেল, কেন্দ্রীয় নেতা বাকী বিল্লা, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ত্রিদিব সাহা, শাহিন খান, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ উজ্জল।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বাকী খুনিরা এখনও বিভিন্ন দেশে অবস্থান করছে। তাদেরকে দেশে এনে উপযুক্ত শাস্তি প্রদান করা জন্য পদক্ষেপ নিন। নেতৃবৃন্দ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার, জেল হত্যাকাণ্ড, সিপিবি, উদীচী, ছায়ানট, আওয়ামী লীগের সমাবেশ, রতন সেন, মানিক সাহা, সত্যবান হাজংসহ বিভিন্ন হত্যাকাণ্ডের দ্র্রুত বিচার করতে হবে। বিজ্ঞানী গ্যালিলিও’র স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত ২৮জানুয়ারি সকাল ১০.৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন মাঠে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে এবং বিজ্ঞান আন্দোলন মঞ্চের সহযোগিতায় বিজ্ঞানী গ্যালিলিও’র মৃত্যু দিবস স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সাইন্স এনেক্স শাখার সভাপতি সাইদুল ইসলাম সাঈদের সভাপতিত্বে ও সাদাত হাসান নিলয়ের পরিচালনায় এ আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক আরশাদ মোমেন, শিক্ষা আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তপন, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক ইমরান হাবিব রুমন।

বক্তারা বিজ্ঞানী গ্যালিলিও’র জীবন ও আবিস্কারের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা এবং বিজ্ঞান চর্চার মাধ্যমে অন্ধবিশ্বাস, কুসংস্কার, ধর্মান্ধতা থেকে মুক্ত হয়ে বৈজ্ঞানীক দৃষ্টিভঙ্গি ও যুক্তিবাদী মনন গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান। বক্তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গবেষণায় বরাদ্দ বৃদ্ধির দাবি জানান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.