আমাদের কথা খুঁজে নিন

   

"নারীর অপরাধবোধ বেশি!"


জানা গেছে, সমাজ ও সংস্কৃতির এই পরিবর্তনের যুগেও কোনো রকম দুর্ব্যবহার করে ফেললে পুরুষের তুলনায় নারী ক্ষেত্রেই অপরাধবোধ বেশি কাজ করে। সম্প্রতি ইউনিভার্সিটি অফ দ্যা বাস্ক কান্ট্রি (ইউপিভি/ইএইচইউ) এর গবেষক ইতজিয়ার ইটজেবারিয়া এই তথ্য জানিয়েছেন। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের। স্পেনের জার্নাল অব সাইকোলজিতে প্রকাশিত গবেষণার ফলাফলের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, অপরাধবোধ সব সয়সী নারীর মধ্যেই দেখা গেছে। গবেষকদলের প্রধান ইতজিয়ার জানিয়েছেন, এই অপরাধবোধ পুরুষের চেয়ে নারীর ক্ষেত্রে অনেক বেশি, এবং এই অপরাধবোধটি আসে অন্যের কোনোরকম ক্ষতি করার বিষয়ে। আর এমন অনুভূতির জন্য নারীরা মানসিক চাপেও ভোগেন বেশি। গবেষণাটি বয়সভিত্তিক তিনটি দলে ভাগ করে পুরুষ ও নারী সবার মাঝেই চালানো হয়েছিলো। শুধুমাত্র বয়স্ক নারীরাই নন, অনেক টিনএজ ও তরুণীদেরও পুরুষের চাইতে বেশি অপরাধবোধে ভোগার প্রবণতা দেখা গেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, সহানুভূতিশীল এই ধরণের অপরাধবোধ শিক্ষাব্যবস্থা, দেশের সার্বিক বিশ্বাসবোধ ও কোনোধরণের অপরাধের প্রতি দুর্বলতাবোধ থেকেই আসে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।