আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ভাষা আমার মায়ের ভাষা

shohoj shorol vabe shob kichu vabi /jotil vabe vabte parina / 21/02/13 “আমার ভাই এর রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি ” ? আসলেই ভুলতে পারি না। ভাষা রক্ষার সেই মহান শহীদদের কি করে ভুলবো ? বাংলায় কথা বলছি যে ! ভাষা আমার ভাষা বাংলা ভাষা। আমার অহংকার আমি বাংগালী বলে। অথচ কি আশ্চর্য আমাদের উপর প্রথম আঘাত আসলো ভাষা বিলুপ্তির ষড়যন্ত্রের মাধ্যমে ! আমাদের শহীদ ভাইয়েরা নিজেদের শরীরকে বর্ম করে ভাষাকে রক্ষা করেছিলেন । সেই ভাষা শহীদ সালাম , রফিক,বরকত,জাব্বার তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতার অন্ত নেই।

। আজকে আমরা মনে করতে পারি আমরা সৌভাগ্যবান । কেননা আমাদের ভাষার মৃত্যু হয়নি । একটি ভাষার মৃত্যু হয় কখন ? যখন সংশ্লিষ্ট ভাষার জনসমষ্টির সাথে সেই ভাষার জনগোষ্ঠীর অথবা জনসমষ্টির বিচ্ছিন্নতা ঘটে । যেমন মিশরীয়রা একসময় কপটিক ভাষায় কথা বলতো ।

কিন্তু মিশরীয়দের সেই কপটিক ভাষার মৃত্যু ঘটেছে আরবী ভাষার আধিপত্যে । পাকিস্তানীদের ষড়যন্ত্র যদি সফল হতো তবে আজ আমাদের ভাষার ও মৃত্যু ঘটতে পারতো , কিন্তু তা হতে দেননি আমাদের ভাষা শহীদেরা । তাঁদের জানাই লাখো সালাম। ভাষা কি রকম ? ভাষার অস্তিত্ব আসলে এরকম যেমন আমরা বাতাসের সমুদ্রে আছি , অক্সিজেন নিচ্ছি বুক ভরে প্রতি মুহূর্তে, সেই তাজা অক্সিজেনের স্পর্শে প্রতিমুহূর্ত প্রতিদিন নতুন করে বেঁচে উঠছি কিন্তু অনুভব করি না মনেও করি না । ভাষার অস্তিত্বও সেরকম ।

প্রতি মুহূর্তে ভাষার সমুদ্রে অবগাহন করছি অথচ ভাবি না অথবা ভাবার প্রয়োজন অনুভব করি না । আমার ভাষা বাংলা ভাষার গুরুত্ব তাই অপরিসীম। প্রতিদিন এই ভাষায় নতুন করে নিজের হৃদয়কে অনুভব করি , বুনে দেই ভাষার বিনুনী নিজের কবিতার খাতায় অথবা লিখে যাই নিজের প্রতিদিনের জীবন যাপনের ইতিকথা , গুটি গুটি করে বুকের সব জমানো কথা ভাষা হয়ে বেরোয়ে প্রাণ পায় । প্রিয় মানুষগুলোর সাথে নিজের অনুভুতিগুলোকে ভাগাভাগি করি , হাসি,কাঁদি, কথা বলি, কত কত কত যে কিছু , বলে কি আর শেষ হয় ? ভাষার কথা বলে কি শেষ করা যায়? আর সে তো আমার বাংলা ভাষা !আমার মায়ের ভাষা !  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.