আমাদের কথা খুঁজে নিন

   

সামুতে যোগদান এবং দুঃখ পাওয়া

নিজে কে জানতে হবে

সামু নামের ১টি বাংলা ব্লগের কথা বেশ কিছুদিন যাবৎ শুনে আসছি এবং মাঝে মাঝে পড়াও হতো টুকটাক। কিন্তু কখনো কষ্ষ্ট করে সদস্য হওযার ইচ্ছা হইনি, কিন্তু গত মাস দুই এক ধরে পাহাড়ের কান্না আর লালসালুর মজার মজার ছড়া এবং কমেন্টস পড়ে আমার ও সামুতে যোগদানের ইচ্ছা জাগল। ব্লগ লেখার জন্য নয় মাঝে মাঝে মন্তব্যে অংশ গ্রহণের জন্য।আগেই বলে নেয়া যাক যে পা.কা. আমার বন্ধু। কিন্তু আমি সদস্য হতে না হতেই যা ঘটলো তাতে আমি খুবই দুঃখ পেলাম। যাদের কারণে আমার সামুত যোগদান আজ দেখলাম তাদের মধ্যে থেকে লালসালু নেই । সামুর কিছু সিনিয়র সদস্যরা যদি ফানটাকে মেনে নিতে না পারেন তা হলে সেটা খুবই দুঃখ জনক।আর সামুর মামুরা(admins) কি ফানটা বুঝতে পারে না? আর শুধু মাত্র কিছু ব্লগারের এর ভুল/রিপোর্টে কারণে যদি লালসালুর মতো মজার লেখকরা সামুতে জেনারেল ব্লগার হয়ে যান এবং কষ্ট পেয়ে সামুতে না লেখার সিদ্ধান্ত নেন তাকি আমাদের জন্য সুখকর?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।