আমাদের কথা খুঁজে নিন

   

ভবিতব্যের গুষ্টি কিলাই।

হিন্দু না ওরা মুসলিম ঐ জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা'র

(কেউ মাইনাস দিতে চাইলে কবিতা পুরাটা পইড়া মাইনাস দেন, পুরাটা পইড়া যত খুশি মাইনাস দেন, আপত্তি নাই। পুরাটা না পড়লে কবিতার বক্তব্য পরিস্কার হবে না।) ভবিতব্য, তর গুষ্টি কিলাই। কেয়ামত দিয়া দুনিয়া ধ্বংস করবা, এতো সোজা? হাশরের ময়দানে খাড়া করাইবা, নিজের খেয়াল খুশি মতো বিচার করবা, আবার ভবিতব্য তুমি আগে থেইকাই জানো আমার ভবিতব্য, আবার প্রহসনের বিচার করবা, এতো সোজা? দোযখে গিয়া শয়তানের লগে হেভি মেটাল কনসার্ট করমু, নাকি বেহেশতে গিয়া হুর লৌড়ামু, হেইডা আমার খুশি, আর যদি তর খুশি হইয়া থাকে, তাইলে ভণ্ড, প্রতারক ভবিতব্য, তর গুষ্টি কিলাই। ভবিতব্য, তর গুষ্টি কিলাই। গাছ কাইটা দালান বানাইবা, এতো সোজা? নগর বানাইবা, কংক্রিটের, অন্তর বানাইবা, পাথরের মতো, ধুলা আর রক্ত দিয়া দুনিয়া বানাইবা, এতো সোজা? শিল্পবিপ্লব করাইবা, মাটিরে ধর্ষণ কইরা, উৎপাদনের সর্বোচ্চ বিকাশ চাও, তারপর চাও চাষার কাস্তে, তোমার ব্যবহারে, প্রলেতারিয়েত বিপ্লব, মরুভূমি দুনিয়ায়, মরা গাছ, আর রয়েল ব্যাঙ্গল টাইগার সব মইরা গেলে, মানুষও মরবে সব, সাম্যবাদী, সমাজ কায়েম হবে। এতো সোজা? গাছ কাইটা দালান বানামু, না কি দালান ভাইংগা জঙ্গল, সেইটা আমার খুশি মতো গাছের আগায় পাখির মতো বাসা বানামু, আমার খুশি মতো, পেট্রল দিয়া কালা ধোয়া বাড়ামু, না কি সূর্যের আলোয় বাই-ভার্বাল চালামু, সেইটা আমার খুশি, আর যদি তর খুশি হইয়া থাকে, তাইলে ভণ্ড, প্রতারক ভবিতব্য, তর গুষ্টি কিলাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।