আমাদের কথা খুঁজে নিন

   

স্যার আইজ্যাক নিউটনের মন্তব্যঃ

আমি আমার স্বল্প জ্ঞান থেকে আপনাদেরকে কিছু শেয়ার করতে চাই এবং আপনাদের কাছ থেকে মূল্যবান কিছু নিতে চাই।

'বিসমিল্লাহির রহমানির রহিম' বিজ্ঞানের কথা আলোচিত হলেই সর্বাগ্রে উঠে আসে জগদ্বিখ্যাত মহাবিজ্ঞানী নিউটনের নাম। বিশ্বলোকের সর্বত্র বিরাজমান বিষ্ময়কর শৃঙ্খলা ও সামজ্ঞস্যের বিষয়টি তিনি বৈজ্ঞানিক পর্যবেক্ষনের মাধ্যমে প্রত্যক্ষ করছিলেন। তাঁর মতে, মহাবিশ্বের এ শৃঙ্খলা ও সামঞ্জস্য একজন সর্বশক্তিমানের ইঙ্গিত বহন করে। তিনি বলেন, "সূর্য, গ্রহ-নক্ষত্র ও ধূমকেতুসমূহের অতিশয় সুশৃঙ্খল ব্যবস্থাপনা চালু থাকতে পারে কেবল একজন বুদ্ধিমান ও শক্তিশালী সত্তার উপদেশ ও কর্তৃত্বের দ্বারা।" নিউটন আরো বলেন, সৃষ্টিকর্তা সমগ্র সৃষ্টিলোক ও তার বহিঃপ্রকাশের উপর নিরঙ্কুশ পরিবেষ্টনকারী এবং সবকিছুর উপর রয়েছে তাঁর নিয়ন্ত্রন। যা হচ্ছে এবং হবে সবকিছুই তিনি জানেন। তিনি এ মহাবিশ্বকে সৃষ্টি করে এর সঙ্গে সম্পর্কচ্ছেদ করেননি যে, এগুলো একা একাই চলবে, বরং তিনি সবসময় এগুলোকে নিয়ন্ত্রন করছেন। একবার এক নাস্তিক তাঁর কাছে একটি সোলার সিস্টেম মাপযন্ত্র দেখে বললো, 'কী সুন্দর ! এটা কে তৈরী করেছে?" নিউটন রহস্যজনকভাবে উত্তর দিলেন, "কেউ এটাকে তৈরী করেনি, বরং এটা একা একাই সৃষ্টি হয়েছে।" উত্তর শুনে নাস্তিক রেগে গেলে নিউটন তাকে বললেন," এই সহজ যন্ত্রটি একা একা তৈরী হতে পারে না, এই কথা যদি তুমি বিশ্বাস না কর, তাহলে এই বিশাল আকাশ ও তারকাপুঞ্জ একা একা তৈরী হয়েছে তা কেমন করে বিশ্বাস করবে?" "Seven Scientists Who Belive in God." http://www.biblequery.org

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.