আমাদের কথা খুঁজে নিন

   

পাসওয়ার্ড ভুলে যাই

*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*

পাসওয়ার্ড ভুলে যাই বলে মেইল আইডি বেশী বানানোর ঝামেলাতে যাইনা। তারপর ও সমস্যা লেগেই থাকে। সামুতে আর আওয়াজে পাস ও আইডি এক হওয়া সত্ত্বেও আওয়াজে প্রায়ই লগ-ইন করার সময় কয়েকবার চেষ্ঠা করে সফল হই। আমার এই ভুলোমনের স্বভাবটা অনেকেই জানে বলেই বোধহয় তারা বিজি থাকলে তাদের মেইল আইডিগুলো আমারে দিয়ে ওপেন করায়। এক ভাইয়াকে জি-মেইলে নিউ আইডি ওপেন করে দিয়ে যখন পাস বদলে দিতে বললাম সে নিশ্চয়তার হাসি দিয়ে বললো"তুমি নিজের পাস-ই মনে রাখতে পারোনা,আমারটা কিভাবে মনে রাখবে"।

আমার বেস্ট ফ্রেন্ড কণার ও সব মেইল আইডি আমাকে দিয়ে ওপেন করিয়েছে এমনিকি ওর এফবি টাও আমি-ই ওপেন করে দিয়েছি। যখনই ওর এফবিতে কোন দরকার পড়ে আমাকে লগ ইন করতে বললে ভয়ে ভয়ে বলি পাসটা বল........আর ও আমাকে কড়া ঝাড়ি দিয়ে ঘাস খেতে বলে কারণ ভাত খাই বলেই নাকি পাস ভুলে যাই....অফিস থেকে চলে এসেছি ৬-৭ মাস হলো তারপরও মাঝে মাঝে পিসির পাস জানতে চাইলে আকাশ থেকে পড়ি। কারণ আমার মাথা ১০ বার দেওয়ালে ঢুঁশ দিলে ও কোন পাস উদ্ধার হবার সম্ভাবনা একবারেই নাই। এখন নতুন আরেকটা সমস্যা তৈরী করেছি। সিভিতে দেবার জন্য ইয়াহু আর জি-তে ২ টা নিউ আইডি বানিয়ে সিভিতে এ্যাড করে দিলাম.... ২ টারই পাস ভুলে বসে আছি এমনিকি ইয়াহুর আইডি নেমটা ও মনে নাই..........কি যে হবে আমার।

স্মরণশক্তি বাড়নোর জন্য শীঘ্রই টনিক খাবার চিন্তা-ভাবনা করছি.................। পাসওয়ার্ড নিয়ে ২ টা ঘটনার কথা মনে পড়লো,যা মনে করে এখনো হাসি..... ১. অফিসে প্রথমদিকে সবার পিসিতে নেট কানেশন ছিলোনা। আমার পাশে নাহিদভাইয়া বসতো,উনার পিসিতে কানেশন ছিলো। উনি আবার ২ টা পিসি নিয়ে ২ জায়গাতে বসতো। দুপুরের লান্চ টাইমে প্রায় ১-৩ ঘন্টা পর্যন্ত তেমন কাজ থাকতো না আর উনি ও সবসময় আমার পাশের পিসিতে বসে কাজ করতো না বলে আমাকে মাঝে মাঝে উনার পিসিতে নেট ইউজ করার অনুমতি দেয়।

কিন্তু পাস এত কঠিন দিত মনে থাকতো না আর প্রায়ই পাস চেন্জ ও করতো। একদিন আরেক সিনিয়র ভাই কাজ করার জন্য উনার পিসির পাস জানতে চাইলে আমি জানি না বললাম। নাহিদভাইয়া একটু দূরে ছিলো উনাকে পাস বলতে বললে খালি বলে আমি জানি না। কয়েকবার এমন হবার পর সিনিয়র ভাইয়া বিরক্ত হয়ে বললেন "ডেস্কে এসে পাস বলে যাও"। নাহিদভাইয়া আরেকটা দরকারী কাজ করছে বলে দ্বিগুণ বিরক্ত হয়ে ডেস্কে এসে যে পাসটা দিলো সেটা হলো আমি জানিনা(ami janina) ২.ফ্রেন্ড কণাকে জিমেইলে নিউ আইডি ওপেন করে দিয়ে আমাদের আরো কয়েকজন ফ্রেন্ডকে ও মেসেন্জারে এ্যাড করে দিয়ে ওকে বললাম জিতে লগ-ইন করতে।

আমরা তখন ইয়াহুতে কথা বলছিলাম। ও সুন্দর করে জি-টকে আইডি লিখে যে-ই পাসওয়ার্ড বললাম তার সেকি রাগ। সে এমন পাস দিয়ে জিটকে লগ-ইন করবেনা,পাস চেন্জ ও করবেনা এমনিকি আইডিটাই লাগবেনা বলছে। পাস ভুলে যাই বলে আমি পাস হিসেবে ভাইয়ার(ওর হাজব্যান্ডের) নাম দিয়েছিলাম.....তারা ২ জনে আবার এমন হাজব্যান্ড-ওয়াইফ যে মাসের ২৫ দিন ঝগড়াঝাটি করে বাকি ৫ দিন শান্তিতে থাকে। তাদের সেই ঝগড়া তখন দুনিয়ার সবাইরে তারা জানায়।

সেইসময় কণা ঝগড়া করে তার বাবার বাসায় চলে এসেছিলো। আমাকে ঠিক এভাবে ঝাড়ি দিয়েছিলো,"যেখানে ঐ খাইশট্টা(মানে জানি না) আর শয়তানের নাম যেখানে থাকবে সেখানে সে নাই"। তাকে বললাম পাসটা চেন্জ করে দিই সে আরো রাগ দেখিয়ে বলে," তোর মন চাইলে তুই এই আইডি ইউজ কর,তুই ঐ শয়তানের নাম পাস হিসেবে দিলি এখন এই আইডি ও শয়তান হয়ে গেছে"

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.