আমাদের কথা খুঁজে নিন

   

ইউজারনেম এবং পাসওয়ার্ড ঠিক আছে

সবকিছুই তো থাকছে............... তবে অবশ্যই পবিত্রতার স্বার্থে এই ব্লগ একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসুরী-সমর্থকদের জন্য নিষিদ্ধ.......এটি শুধুতাদের জন্যই উন্মুক্ত যারা সুস্থ চিন্তার অধিকারী মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ......

হঠাৎ করে পত্রিকায় দেখলাম বাংলা ব্লগ চালু করতে যাচ্ছে প্রথম আলো। উৎসাহিত বোধ করছি খানিকটা। তখনি মনে হলো সামহোয়ারইন-এ বহু দিন (সম্ভবত বছর দুয়েক পেরিয়ে গেছে) ভ্রমন করা হয়না। যেমন ভাবনা তেমন কাজ। দেরী না করে ক্লিক করলাম ওয়েব এড্রেস এ।

কিন্তু বিধি বাম। ইউজারনেম এবং পাসওয়ার্ড - দুটার কোনও একটায় সমস্যা। চেষ্টা করতে করতে পেয়ে গেলাম আমার সঠিক ইউজারনেম এবং পাসওয়ার্ড। যাই হোক নিশ্চয়ই ভালো আছেন সবাই। একবার যখন ঢুকতে পেরেছি এখানে তাই ভাবলাম একটু কুশল বিনিময় করি।

মৌলবাদের অনভিপ্রেত আক্রমন, সুস্থ চিন্তাকে বাধাগ্রস্থ করার মতো জোড়ালো শক্তি এবং মুক্ত চিন্তার চেয়ে সংকীর্ণ ধর্মীভিত্তিক (যে কোন ধর্ম) ভাবনায় তখন সামহোয়ার ছিল কার্যত বিপদগ্রস্থ। অবশ্য এখন কেমন তা জানিনা। আদৌ কোন পরিবর্তন এসেছে কি-না তাও জানা নেই। কেউ কেউ হয়তো প্রশ্ন তুলতে পারেন মৌলবাদ আর ধর্মভিত্তিক সংকীর্ণতার বিরুদ্ধে লড়াই না করে চলে যাওয়াটা শ্রেয় কি-না। উত্তর স্পষ্ট বিতর্ক শুভ কিন্তু একটি সুস্থ বিতর্কের জন্য চাই সুস্থ চিন্তার বিতার্কিক।

এদিকে পানি অনেক দুর গড়িয়েছে। রাজনৈতিক সংঘাত সংঘর্ষ। জরুরী অবস্থা। গণ গ্রেফতার (ভালো - মন্দ মিলিয়ে)। একটি আশাজাগানিয়া শক্তিশালী দুর্নীতি দমন কমিশন।

কার্যকর বিটিআরসি। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতা। বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী জরুরী অবস্থা। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা। অর্থনীতির বিপর্যস্ততা।

ছবিসহ ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র প্রণয়নের সাফল্য। এক দিনে দুশতাধিক জামিনের বিশ্বরেকর্ড। নির্বাচনের তারিখ ঘোষনা। সরকারী উদ্যেগে সংলাপ। এবং অবশেষে একটি নির্বাচনের সম্ভাবনা।

আর সবার মতো আমিও চাই গণতন্ত্রে বিশ্বাসী সব দলের সমন্বয়ে একটি অবাধ, নিরপেক্ষ এবং গ্রহনযোগ্য নির্বাচন --- এবং তা নির্ধারিত তারিখেই। শুরু এবং শেষের সাথে এই অমিলে ক্ষুদ্ধ পাঠকদের কাছে সময় নষ্ট করলাম বলে নিশর্ত ক্ষমা প্রার্থনা করছি। ক্ষমা চাইছি আমার বিক্ষিপ্ত ভাবনা গুলো আপনাদের উপর চাপিয়ে দেয়ার জন্য। ভালো থাকুন সবাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.