আমাদের কথা খুঁজে নিন

   

মধ্য আয়ের দেশ হতে কয়লার ব্যবহার বাড়াতে হবে: মুহিত

২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে উন্নীত করতে কয়লার ব্যবহার আড়াই গুণের বেশি বাড়াতে হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 

রাজধানীর পেট্রোসেন্টারে জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার এক সেমিনারে তিনি বলেন, আমার মনে হয়, বর্তমানে আমাদের মাথাপিছু কয়লার ব্যবহার ১৯০ কেজির মতো। মধ্য আয়ের দেশে উন্নীত হতে হলে এটা ৫০০ কেজি হতে হবে। তবে ২০২১ সালের আগেই আমরা মধ্য আয়ের দেশে উন্নীত হবো। 

আলোচনায় মন্ত্রী দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কয়লা উত্তোলনের ওপর জোর দেন। 

তিনি বলেন, কয়লা কীভাবে উত্তোলন করা যায় সে সিদ্ধান্ত নিতে হবে, যদিও এটা খুব কঠিন। সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।