আমাদের কথা খুঁজে নিন

   

২১শে ফেব্রুয়ারি।

ভাবতে ভালো লাগে একটা মেয়েকে বছরে ৩৬৪ দিন ধর্ষণ করে বাকী এক দিন তাকে যতই সাজানো হোক সে কিন্তু তার কুমারীত্ব ফিরে পাবেনা। সারা বছর কথা, লেখা, স্ট্যাটাস, গান, হেই বেবি, হাই ডুড, ঝাক্কাস, জোশ, আইলা, মারডালা, মোহাব্বত, ইশক, পেয়ার এইসব দিয়ে বাংলা ভাষাকে ধর্ষণ করে একদিন তাকে যতই সজানোর চেষ্টা করা হোক লাভ নাই, কোন লাভ নাই। আজ জাতীয় পতাকা কিংবা শহীদ মিনার ছুঁয়ে শপথ করেন দেখি আজকের পর থেকে আরকখনো হিন্দী তে স্ট্যাটাস দিবেন না, ব্যাক্তিগত জীবনে হিন্দী কিংবা তথাকতিথ ইয়ো ভাষা ব্যাবহার করবেননা। শপথ করেন মনের দুঃখ, কষ্ট, আনন্দ, খুশি,রাগ, ঘৃণা, ক্ষোভ, হতাশা সবই বাংলায় প্রকাশ করবেন। তা না হলে দয়া করে একদিনের জন্য রফিক, সালাম, বরকতদের অভিশাপ কুড়াতে আসবেন না। সারা বছর ২১শে ফেব্রুয়ারি কে ভুলে থেকে এই একদিন "আমি কি ভুলিতে পারি" বলে যতই গলা ফাটান কোন লাভ নাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।