আমাদের কথা খুঁজে নিন

   

আজকের আপডেট – ২১শে মে

নোটিশবোর্ড

১. “নতুন ব্লগ লিখুন” এবং কমেন্ট লিখুন এই দুটো অংশেই বিজয় কিবোর্ড লেআউট যোগ করা হয়েছে । ফলে আপনি চাইলে এখন “বিজয়” কিবোর্ড সিলেক্ট করে পুরনো বিজয় স্টাইলেই লিখতে পারবেন। ব্রাউজার যেহেতু জাভাস্ক্রিপ্ট ফাইলও cache করে তাই সঠিক রেজাল্ট পেতে CTRL+F5 চেপে সামহোয়্যার ইন ব্লগসাইটকে একবার রিফ্রেস করে নিতে পারেন । লেখার সময় কোন কিবোর্ড লেআউট সিলেক্টেড অবস্থায় আছে তার দিকে খেয়াল রাখুন । ২. পুরনো কমেন্টগুলো রিস্টোর করা হয়েছে,তবে সেই সমস্ত কমেন্টগুলোতে কমেন্টকারীর নাম হিসেবে অতিথি দেখানো হয়েছে ।

কমেন্টকারীর নামও রিস্টোর করার চেষ্টা করা হচ্ছে । যেই সমস্ত ক্ষেত্রে কমেন্টকারীর নাম ফিরিয়ে দেয়া সম্ভব সেই সমস্ত ক্ষেত্রে তা ফিরিয়ে দেয়া হবে । ৩. পাসওয়ার্ড রিট্রিভাল ফিচার যোগ করা হয়েছে । লগইন বক্সের একেবারে নিচে... পাসওয়ার্ড ভুলে গেছেন ? এখানে ক্লিক করুন - এই লিংকে গিয়ে ইউজার আইডি দিয়ে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড রিট্রিভ করতে পারবেন। ৪. কমেন্ট করার সময় “পোস্ট মনিটর করুন” এই চেকবক্সটি বাই ডিফল্ট সিলেক্টেড অবস্থায় থাকত এখন থেকে এটা বাই ডিফল্ট সিলেক্টেড থাকবে না ।

আপনি যে সমস্ত পোস্টের কমেন্ট ট্র্যাকব্যাক করতে চান সেই সমস্ত পোস্টে কমেন্ট করার সময় “পোস্ট মনিটর করুন” এই চেকবক্সটা সিলেক্ট করে নিন । ৫. “আমার লিঙ্কস” সেকশনে অনেক ব্লগার লিংক যোগ করতে পারতেন না, তাদের এই সমস্যাটার সমাধান করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।