আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নলোকের কথোপকথন

© লেখকের অনুমতি ব্যতীত এই ব্লগের কোন লেখা সম্পূর্ণ বা আংশিকরূপে কোথাও প্রকাশ করা যাবে না।
পরাবাস্তব জগতের এলোকেশী কোমল চুলের মায়াবী চোখে আনন্দে ঝলমল করা যে মেয়েটির সাথে আমার প্রায় দেখা হয় স্বপ্ন নিদ্রায় । জমে থাকা অব্যক্ত কথা গুলো যার সাথে মন খুলে বলা যায়! মনে হয় যার সাথে আমার পরিচয় যুগ যুগ ধরে। হাসি কান্না আর আনন্দে মেতে ওঠি যার সাথে কিছুটা সময় । হৃদয় অনুভবে যার উপস্থিতি আমাকে প্রেরণা দেয় ।

অস্পষ্টতার মাঝে ওর সাথে কিছু কিছু কথোপকথন যা আবছা ভাবে মনে করতে পারছি --- এতোদিন কোথায় ছিলে ? আজ কতদিন পর তুমি এলে ? শুধু তোমাকে দেখবো বলেই কত রাত নিদ্রায় যাই । কল্পনায় তোমাকে খুঁজি । শুধু তুমি আসবে বলে । -বাহ ! একদম বনলতার সেনের মতোই প্রশ্ন ! এতোদিন কোথায় ছিলাম ? - জানো, তোমার মায়াবী মুখখানা একটিবার দেখব বলে পাখির মতো উড়ে তোমার কাছে ছুটে যেতে সাধ হয় । - আর কি ইচ্ছে হয় ? ইচ্ছে হয় ডানা দু`টি মেলে তোমাকে সহ ওই নীল আকাশে হারিয়ে যেতে ।

কিংবা হয়তো আরো দূরে কোন এক স্বপ্ন রাজ্যে । - তাই বুঝি । উড়তে পারিনি আজো । -কেন ? ডানা নেই বলে । - থাক উড়তে হবেনা ।

গ্রিক মিথোলজীতে পড়েছিলাম - -কি পড়েছিলে ? ডিডেলাস এবং পুত্র ইকারাস পিঠে পাখির পালক লাগিয়ে পাখির মতো উড়ে সমুদ্র পাড়ি দিতে চেয়েছিল । পালক গুলো ছিলো মোম দিয়ে আটকানো । -তারপর ? পুত্র ইকারাস পিতার আদেশ অমান্য করে সূর্যের খুব কাছে চলে গেল । - তারপর নিশ্চয়ই চিৎপতাং হয়ে মরেছে [খিল খিল হাসি] হ্যাঁ, "পুত্র সমুদ্রে ভূপাতিত হইলো" । - তুমি কি এমন করবে নাকি ? তোমাকে শুধু একটি বার দেখার জন্য, প্রয়োজনে এমনটি বারবার করতে রাজি আছি ।

শুধু তোমাকে দেখবে বলে পৃথিবীর সবচেয়ে উচু পর্বত থেকে ঝাপিয়ে পড়তে মোটেও কষ্ট হবেনা । - দেখো তুমিও আবার চিৎপটাং হয়ে....... [ আবারো খিল খিল হাসি] সেই হাসি দেখে আমি মুগ্ধ । বিমোহিত । কি চমৎকার মুক্তোর মতো দাঁত । কি সুন্দর চাহনী ।

সে যখন খিল খিল করে মাঝে মাঝে এভাবে হেসে ওঠে কি যে ভালো লাগে আমার ! মনে হয় কত সহস্র বছর পর তৃষিত এই হৃদয় জুড়ে বসন্তের বাতাস বইছে । অসহ্য ভালো লাগায় আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে । জানো আজ খুব ঠান্ডা পড়েছে । - ঠান্ডা লাগাবেনা লক্ষীটি। তোমাকে খুব কাছে পেতে মন চাইছে ।

- যখন সময় হবে তখন অবশ্যই পাবে । কোনদিন সময় হবে ? - একটু অপেক্ষা করো প্রাণপ্রিয়। আমিতো তোমারই আছি ! আমি এলে অনেক আদর দিতে হবে । আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা শুধু তোমার জন্য । সবকিছু উজার করে আদরে আদরে ভরিয়ে দেব ।

- সত্যি ? হুমমম । সত্যি । - তুমি আমাকে ছেড়ে কখনো যাবেনাতো ? গভীর ভালোবাসায় শক্ত করে আমার বুকে জড়িয়ে রাখব । ছাড়বোইনা তোমাকে । -তারপর ? মাঝে মাঝে আমরা নীল সমুদ্রে বেড়াতে যাবো ।

বীচের ভেজা বালুকাবেলায় পানিতে পা ভিজিয়ে হাত ধরাধরি করে হেঁটে যাবো । - খুব মজা হবে তাইনা ! বাতাসে তোমার চুল উড়তে থাকবে । কিছু কিছু চুল আমার মুখের উপর এসে পড়বে । আমি বিরক্ত হয়ে সেই চুল সরিয়ে দেব বারবার । - তাই বুঝি... [খিল খিল হাসি] আমি আবারো সেই হাসি দেখে মুগ্ধ হয়ে থমকে দাঁড়াবো ।

নয়ন ভরে চেয়ে রইব সেই সুন্দর নিস্পাপ মুখের দিকে । সাদা মেঘে ভেসে বেড়ানো নীল আকাশের নীচে, বিকেলের সোনালি রোদের আভায় , বিশাল নীল সমুদ্রের পাশে তোমাকে তখন সাক্ষাৎ ইন্দ্রানীর মতো লাগবে । সেটা নিশ্চয়ই খুব চমৎকার ব্যাপার হবে ! ***সব মানুষেরই হৃদয়ে কেউ না কেউ বাস করে । যাকে সবসময় অনুভব করা যায় । নিরিবিলিতে আপন মনে যার সাথে কথা হয় ।

ভাবনায় যে আসে সবসময় । একাকী জীবনের কঠিন পথ চলাতে সবাই যার স্বপ্ন দেখে । খুঁজে ফেরে অদেখা রাজকন্যা কিংবা রাজপুত্রকে । যে শুধু একান্তই নিজের । শুধুই নিজের ।

তবে চলুন না গানে গানে না দেখা সেই রাজকন্যা কিংবা রাজপুত্রকে খুঁজে বের করি -------- আমার স্বপ্নে দেখা রাজ কন্যা থাকে সাত সাগর আর তের নদী পাড়ে ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলুম তারে সাত সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজ কন্যা থাকে সেই রূপকথারই দেশ ফাগুন যেথায় হয়না কভূ শেষ তারার এ ফুল পাপড়ি ঝড়ায় সেথায় পথের ধারে দেখে এলাম তারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সেই রূপকথারই দেশে যে রং আমি কুড়িয়ে পেলাম প্রাণে সুর হয়ে তাই ঝড়ে আমার গানে তাই খুশীর সীমা নেই বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই জানিনা আজ হৃদয় কোথায় হারায় বারে বারে সাত সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজ কন্যা থাকে সাত সাগর আর তের নদী পারে গানটি ডাউনলোড এবং শুনুন এখান থেকে
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.