আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নলোকের মত সত্যিতে............



স্বপ্নলোকের মত সত্যিরা যেখানে বনের গাছগুলোর মাখামাখি নির্জনতায় ছায়া দেয়। বসন্তকাল সেখানে ঘুরে বেড়ায় প্রায়শই। একটা সিংহীর দেখা পেয়েছিল সেখানেই বনের রাজা মহাকাল। একাকার হয়ে গিয়েছিল ওরা খুব আনন্দঘন স্বপ্নময়তার মাঝে । নিঃশ্বাসের প্রগাঢ় উত্তাপে ধুলা উড়ানো দিন।

নর্তকীর মত দুলে উঠেছিল বনের গাছেরা সব। আফ্রিকা তুমি আফ্রিকা নাকি বন্যতা! লজ্জাবতী লতার মত নুয়ে পড়া সেই আফ্রিকা স্পর্শেই ফিরে পায় জীবন তার। ওদের জন্য সেদিন আকাশ জুড়ে বৃষ্টি নেমেছিল। নাকি বৃষ্টি কাঁদিয়েছিল আকাশকে! শিরিষের বনে তখন খরগোশদের ছুটাছুটি। গাছের গভীর কোটর থেকে কাঠবিড়ালীদের উঁকি দেয়া মুখ।

এমন করেই একদিন স্বপ্নলোকের চাবিকে সত্যি করে পেয়েছিলো আফ্রিকা এবং মহাকাল।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.