আমাদের কথা খুঁজে নিন

   

আইচ্ছা বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা উল্টাইয়া দেওন যায় না?

www.eee-lab.com
বাংলাদেশের আজকের খেলা দেখতে বইসা যখন দেখলাম ৫১/৫ তখন ভাবলাম আজকে ১০০ হবে না এরপর যখন ১০৬/৬ তখন ভাবলাম ১০০ হইচে কিন্তু দেড়শ হবে না। তাও হইল যখন ১৬০/৮ এবার ভাবলাম ২০০ তো হবেই না। এরপর ২০০ হল ২৩৩ পর্যন্ত গেল। এই সিরিজে খেলা দেখলে আমরা মাহমুদুল্লাহ আর মুশফিকের প্রশংসা করে শেষ করতে পারব না। তাদের পারফরমেন্স এক কথায়.............আসলে এমন কোন কথাই নাই যেটা দিয়া প্রকাশ করা যায়।

তারা বাদে শাহাদাত, রুবেল আর শফিউল যেভাবে ডিফেন্স করছে এবং তাদের যে ট্যাম্পারমেন্ট তা দেখে মাঝে মাঝে টাস্কিত হয়ে গেছি যে এরা নাকি কেউ ব্যাটসম্যান তো দূরের কথা অলরাউন্ডাও না। তাদের কথাই কেন বলি আজ পর্যন্ত বাংলাদেশর যত লোয়ার অর্ডার দেখছি তারা বেশীরভাগ সময়েই দলের প্রয়োজনে রান করছে এবং ধরাবাহিকতা বজায় রাখছে। রফিক,পাইলটের তো সেঞ্চুরী আছে আরো বেশ কিছু ভাল ইনিংসও আছে। মাশরাফি, নাইম আর রাজ্জাকও কম যায় না। এছাড়া তাপস, সুজন, শরীফ কিংবা আরো যারা লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা বাংলাদেশ টিমে ছিল বা এখনও আছে সবাই কিন্তু ম্যাক্সিমাম টাইমেই টপ অর্ডারদের চেয়ে ভাল করে ( সাকিবের মত দুই একজন বাদে), আর টপাররা যথারীতি দিনের পর দিন ব্যার্থ আছে শুধু বড় বড় চাপা আর লোয়াররা আইসা স্ট্রাগল করে ব্যাটিংয়ে এইটা তো সবসময়ই দেখি ।

বিশ্বাষ না করলে আজকের স্কোরটাই দেখেন কি স্কোর তো দেখলেন, তো এইবার একটা প্রস্তাব এইটারে উল্টাইয়া দেয়া যায় না? মানে নিচে যারা ব্যাট করবে তারাই উপরে আসবে আর উপরের গুলা নিচে, কি চিন্তা কইরা দেখেন কেমুন হয়?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.