আমাদের কথা খুঁজে নিন

   

চলেই গেলেন বৃদ্ধ

ইহা একটি তেলাপোকা ব্লগ, ম্যালাদিন ধইরা টিকা আছে, তেলাপোকার মত।

গত পরশু আমাদের এলাকার একটা স্কুলের মাঠে কারা যেন কম্বল বিতরণে এসেছিল। অনেক লোকের ভীড়ে বিশৃংখল অবস্থায় বয়স্করাই সবচেয়ে বঞ্চিত হচ্ছিলেন। তবুও একসময় একে একে সবাই কম্বল পেয়ে বা না পেয়ে চলে যায় স্কুল মাঠ থেকে। এক বৃদ্ধ মাঠের এক কোণায় বসে ছিলেন ভীড় কমে গেলে কম্বল পাবার আশায়।

সবাই চলে যাবার পরও উনি সেভাবেই বসেছিলেন। কেউ একজন উনাকে খেয়াল করে কাছে গিয়ে বললেন, চাচা, সব কম্বল তো দেয়া শেষ, আপনি পান নাই? এখনো বসে আছেন? বৃদ্ধের কানে সে ডাক পৌঁছোয় নি। উনি তার অনেক আগেই চলে গেছেন এ পৃথিবী ছেড়ে, ঠান্ডায় জমে, কষ্ট পেয়ে, হয়ত অনেক অভিমান বুকে নিয়ে। সবার কাছে একটা অনুরোধ: আমরা প্রতিদিন মোবাইলে কথা কইয়া, বিড়ি/সিগারেট খাইয়া, পুল খেইলা ইত্যাদি আকামে ম্যালা ট্যাকা নষ্ট করি। এইগুলান একটু কমায়া মাত্র ১০০ টাকা জমায়া আমরা একটা কম্বল কিন্না দিতে পারি না? আবার আমাদের অনেকের বাসায়ই প্রয়োজনের অতিরিক্ত কাপড় আছে, তার মধ্য থেকে অন্তত কয়েকটা কি আমরা দিয়া দিতে পারি না? আজকে সন্ধ্যার পরে মাত্র পাঁচ মিনিট কোন গরম কাপড় ছাড়া বাইরে খাড়ায়া থাইকা দেইখেন তো কেমন লাগে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।