আমাদের কথা খুঁজে নিন

   

চলেই গেলেন অভিনেতা খালেদ খান

অবশেষে না-ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট মঞ্চ ও টিভি অভিনয়শিল্পী, নির্দেশক খালেদ খান (ইন্না লিল্লাহি ... রাজিউন)। গতকাল রাত সাড়ে ৮টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

তার লাশ বারডেম হিমঘর থেকে আজ ৯টায় মরহুমের ধানমন্ডির বাসভবনে নেওয়া হবে, সেখান থেকে ১০টায় তার কর্মস্থল ইউল্যাবে, সাড়ে ১০টায় সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় শহীদ মিনারে রাখা হবে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর লাশ গ্রামের বাড়ি টঙ্গাইলের মির্জাপুরে দ্বিতীয় জানাজার পর পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। খালেদ খান দীর্ঘ দিন ধরে মোটর নিউরন সমস্যায় ভুগছিলেন। এ সমস্যার কারণে তার শরীরের মাংসপেশি অকেজো হয়ে যায়। এতে তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতেন না। বেশ কয়েক বছর ধরে হুইল চেয়ারে চলাফেরা করতেন।

গত সোমবার গুরুতর অসুস্থ অবস্থায় বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন। বারডেম হাসপাতালে পাঁচ দিন নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) রাখা হয়। গতকাল ৮টা ১৮ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে ফেলেন চিকিৎসক।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।