আমাদের কথা খুঁজে নিন

   

আশরাফুল নাই !!!!!!!!!!!!!!!!!!!!! সাকিবও নাই !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! বাংলাদেশ ৮৯/৫



আপডেট: বাংলাদেশ ১১৮/৬ মুশফিক-৮* রিয়াদ-১৪* (লাঞ্চ) সাকিব জাহিরের বলে ১৭ রানে আউট ! রাকিব-১৭। শেবাগের উইকেটি নিয়েছিলেন সাকিব। শেবাগ আজ শোধ নিলেন। জাহিরের বলে শূন্যে লাফিয়ে দুর্দান্ত এক ক্যাচ ধরলেন শেবাগ। স্লিপে আশরাফুল সাহেবের ক্যাচ ০ রানের সময় একবার ফেলেছেন ভিভিএস লক্ষণ।

তাতে আশরাফুল সন্তুষ্ট না হয়ে ইশান্ত শর্মার বলে দ্রাবিড়ের হাতে স্লিপেই ক্যাচ তুলে দিয়েছেন। ১৭ বলে ২ রান। ৬৮ রানের মাথায় পড়লো ৪র্থ উইকেট। লিটল মাস্টার শচীনের কঠিন ক্যাচটি ধরতে পারেননি ইমরুল কায়েস। লাইফ পেয়ে লিটল মাস্টার পূর্ণ করেছেন টেস্টে প্রথম প্লেয়ার হিসাবে ১৩০০০ রান, করলেন (বহু ব্যবধানে সর্বোচ্চ) ৪৪নং সেঞ্চুরী এবং খেলে ফেললেন রেকর্ড ২৬৬নং ইনিংস সর্বোপরি রইলেন অপরাজিত।

আমাদের লিটল মাস্টার (!?) ০ রানে স্লিপে লাইফ পেয়ে ২ রান পর্যন্ত যাবার আগে মাঝখানে আরেকবার স্লিপে ক্যাচ তুলেছিলেন। তৃতীয় চেষ্টায় ভারতীয়রা স্লিপেই তার ক্যাচটা ধরলেন। এর চেয়ে ভালো ক্যাচ প্র্যাকটিস আর কি হতে পারে। বারবার স্লিপেই ক্যাচ তুলেছেন তিনি। ভারী নিখুঁত ব্যাটিং।

এখন মাঠে রাকিবুল আছেন ৯ আর সাকিব আছেন ৪ রান নিয়ে। লাইভ লিঙ্ক: http://www.hitcric.info/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।