আমাদের কথা খুঁজে নিন

   

আজকের মোবাইল কথনঃ স্যামসাং গ্যালাক্সি এস২ প্লাস

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   গ্যালাক্সি এস৪ বাজারে ছাড়ার কিছুদিন আগেই বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সির ক্ল্যাসিক মডেল এস২ এর নতুন ভার্শন গ্যালাক্সি এস২ প্লাস। পূর্বের গ্যালাক্সি এস২ এর ক্লাসিক ফিচারগুলর একদমই হালকা পরিবর্তন করা হলেও বেশিরভাগ ফিচারই থাকছে আগেরটির মতন।

নতুন এই সেটটি এন্ড্রয়েড ভার্শন ৪.১.২ জেলিবিন অপারেটিং সিস্টেমে চলে। ১২১গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত আগেরটির মতই মাত্র ৮.৫ মিলিমিটার। এতে আছে ৪.৩ ইঞ্চি সুপার এমোএলইডি প্লাস ক্যাপাসিটিভ মাল্টি টাচ স্ক্রিন, যার পারফর্মেন্স যেকোনো সাধারন এলইডি ডিসপ্লে থেকে ভালো পাবেন। এস২এর এই ভার্শনটিতে বাদ পড়েছে আগের স্ক্রাচ প্রতিরোধক গরিলা করনিং গ্লাস। সেটটি সাদা এবং গাঢ় নীলচে রঙে পাওয়া যাচ্ছে।

মোবাইলটি চালাতে থাকছে ১.২গিগা হার্জ ডুয়েল কোর প্রসেসর, ১জিবি র‍্যাম এবং ৮জিবি ইন্টারনাল মেমরি । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৬৪জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন। এতে আছে জিও ট্যাগিং, টাচ ফোকাস, ইমেজ স্টাবিলাইজার ও ফেস ডিটেকশন ফিচার সহ এলইডি ফ্লাস যুক্ত ৮মেগাপিক্সেল ক্যামেরা, এবং ফুলএইচডি ভিডিও করার সুবিধা। এছাড়াও থাকছে ২মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারীর দিক থেকে সেটটি কিছুটা পিছিয়ে।

এতে আছে ১৬৫০এমএএইচ ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ৭ঘন্টা টকটাইম এবং ৪৫০ঘন্টার মত স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে। সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। আরও আছে এফএম রেডিও এবং জিপিএস। এত ফিচার সহ স্যামসাং গ্যালাক্সি এস২ প্লাস এর দাম পড়বে ২৯,০০০ টাকা।

পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে। ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।