আমাদের কথা খুঁজে নিন

   

আমি শুনেছি সেদিন তুমি................



আমি শুনেছি সেদিন তুমি সগরের ঢৈউ চেপে নীল জল দিগন্ত ছুয়ে এসেছো আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদুর বহুদুর হেটে এসেছো আমি কখনো যাই নি জলে কখনো ভাসিনি নীলে কখনো রাখি নি চোখ ডানা মেলা গাংচিলে আবার যেদিন তুমি সুমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নেবে নেবে তো আমাই বলো নেবে তো আমাই আমি শুনেছি সেদিন নাকি তুমি তুমি তুমি মিলে তোমরা সদলবলে সভা করে ছিল আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাধা না বলা অনেক কথা কথা তুলেছিলে কেনো সুধু ছুটে ছুটে চলা একি একি কথা নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে কথাই শাস্তি পাবো বলো কথাই গিয়ে আমি শুনেছি তোমরা নাকি এখনো সপ্ন দেখ এখনো গল্প লেখ গান গাও প্রান ভরে মানুষের বাচা মরা এখনো ভাবিয়ে তোলে তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফটে আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দু-হাত পেতেছি তাই সপ্ন দেখব বলে আমি দু-চোখ পেতেছি....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.