আমাদের কথা খুঁজে নিন

   

হায়ার সেকেন্ডারী (এইচ, এস, সি) লেভেলে কম্পিউটার সাইন্স নামক বিষয়টির কোন প্রয়োজন আছে কি???

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

আমাদের দেশে হায়ার সেকেন্ডারী লেভেলে কম্পিউটার সাইন্স নামে একটি বিষয় পড়ানো হয়। এই বিষয়টি কেন পড়ানো হয় জানিনা। এক্ষেত্রে আমি একটি উদাহরন দেব। আমার এক ছোট ভাই এস এস সি - তে এ প্লাস পাবার পর এইস এস সি -তে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। তার গার্জিয়ানের ইচ্ছা ছেলে ডাক্তার হবে।

তাই স্বভাবতই বাংলা, ইংরেজী, পদার্থ, রসায়নের পাশাপাশি ঐচ্ছিক বিষয় হিসেবে জীব বিজ্ঞান ও গনিত নেয়। কিন্তু যখনই সে জানতে পারে যে কম্পিউটার সাইন্স নামক একটি বিষয় পড়ার সুযোগ আছে তখন সে গনিত পরিবর্তন করে কম্পিউটার সাইন্স পড়ার সিদ্ধান্ত নেয়। এইচ, এস, সি-তে সে যথারীতি এ প্লাস পেয়ে পাস করে। কিন্তু সমস্যা শুরু হয় ভর্তির সময়। এতদিন বাবা-মার ইচ্ছা অনুযায়ী ডাক্তার হবার ইচ্ছা পোষন করলেও কম্পিউটার সম্পর্কে কম বেশী জেনে এখন তার কম্পিউটার সাইন্স বা প্রকৌশল পড়ার আগ্রহ জাগে।

সে তখন অবাক হয় লক্ষ করে যে, কম্পিউটার সাইন্স-এ এ প্লাস পেয়ে পাশ করলেও কোন ইউনিভার্সিটিতে সে কম্পিউটার সাইন্স বা ইন্জিনিয়ারিং বিষয়ে ভর্তি পরিক্ষা দেবার যোগ্য নয়। কারন তার গনিত নেই। কম্পিউটার সাইন্স বা ইন্জিনিয়ারিং -এ ভর্তি হতে হলে গনিতে কমপক্ষে ৫০% নাম্বার পেতে হয়। আমি অবাক হয়ে লক্ষ করি যে ডঃ জাফর ইকবাল যাকে আমি অনেক শ্রদ্ধা করি তার বিভাগেও উচ্চ মাধ্যমিকে কম্পিউটার সাইন্সে এ+ পেয়েও ভর্তি পরীক্ষা দেবার যোগ্যতা অর্জন করা যায় না। -এ ব্যাপারে ওনার মন্তব্য জানতে পারলে ভালো হতো।

(কেউ আমাকে ওনার ইমেইল এড্রেস দিলে বাধিত থাকবো। ) এখন আমার প্রশ্ন হচ্ছে কম্পিউটার সাইন্স নামক বিষয়ে এ+ পেয়েও যদি এ বিষয়ে উচ্চ শিক্ষা নেয়া না যায়, তাহলে হায়ার সেকেন্ডারী লেভেলে কম্পিউটার সাইন্স নামক বিষয়টি পড়ানোর দরকার কি?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।