আমাদের কথা খুঁজে নিন

   

দেবীপ্রেমে ঋষি (একালের পয়ার) ৫ম অংক

সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।

দেবীপ্রেমে ঋষি (একালের পয়ার) ৫ম অংক পঞ্চম অংক (বিরহ) শেষ মিলনের সন্ধ্যা বড়োই উদাস করুন রাগিনী ধারা বয় ধীরে ধীরে বিরহ বীণার সূর বাজে ক্ষীণ সূরে অবেলার ঝড়ে ভাঙ্গা খেলাঘর দ্বারে মুখ লুকিয়েছে চাঁদ মেঘের গুহায় শুষ্ক পাতা ঝরে পড়ে কোন্‌ বন তলে প্রকৃতির মঞ্চ যেনো বেদনা বিধুর নিষিদ্ধ ব্যাথার ছোঁয়া হিয়া মর্মমূলে বিষ-সিক্ত তীর যেনো বিঁধেছে সেখানে অনুরাগ ভরা আঁখি নিভু নিভু দীপ অশ্রুমালা জমে তাতে দুর্বা’র শিশির বিদায়ী শিশিরে ধুয়ে যায় মোহ-দাগ জীবনের হাটে চলে কত বিকিকিনি শেষ হাটে শেষ হয় সব লেন দেন প্রথম অংক (স্মৃতি পথে বিচরন) দ্বিতীয় অংক (প্রেমপুজা) তৃতীয় অংক (দ্বিচারন) চতুর্থ অংক (মোহ ভঙ্গ)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।