আমাদের কথা খুঁজে নিন

   

দেবীপ্রেমে ঋষি (একালের পয়ার) ২য় অংক

সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।

দেবীপ্রেমে ঋষি (একালের পয়ার) দ্বিতীয় অংক (প্রেমপুজা) সে কালে পুজারী ঋষি পুণ্য খুজতে গিয়ে প্রেম যজ্ঞে ঢেলে ছিলো ঘৃত ধুপ ধুনা সমর্পণে প্রীত হয়ে স্বর্গ মায়াবিনী অন্তরে আসন লয় দেবীর প্রতিমা উপাসক-মন যেনো সতত বেহাগী পুস্পাঞ্জলী-ডালাতে হৃদয় তুলে দিয়ে ভক্তি নিবেদনে রত দ্বিপ্রহর সাঁঝ মণ্ডপে মোহিত বায়ু উপাসনা-ঘোরে অর্চনা নৈবেদ্য কিছু বাকি নাহি থাকে দিনে দিনে বেড়ে ওঠে আসক্তির নেশা উপাস্যতে মগ্ন রয় সকল চিন্তন দেবী-তুষ্টি বিনে আর লক্ষ্য নাই ভবে আমিত্ত্ব প্রকাশে আর অস্তিত্ত্ব না থাকে আত্মা দেহ রক্ত মাংশ সমর্পিত হলে প্রথম অংক (স্মৃতি পথে বিচরন)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।