আমাদের কথা খুঁজে নিন

   

দেবে কি ?

চাঁদের দিকে হাত বাড়ালে তার আলো কিছুটা লেগে যায় চিত্তে

পাখি , ও পাখি, ও চিল, শোন- আমাকে একটু উষ্ণতা এনে দেবে? তোমার ঐ দু'ঠোটে ভরে অথবা পালকের ভাজে করে হৃদয়ের উষ্ণতা এক চিমটি উষ্ণতা আমার চাই। সিক্ততায় থেকে থেকে হিম হয়েছে অন্তর বরফ জমে হয়েছে জড় পাহাড় শীতলতার জ্বালা যে নিদারুণ পোড়ায় দেবে কি একটু উষ্ণতা এনে? তুমি তো যেতে পারো সূর্যের খুব কাছে দু'চোখ মেলে উত্তাপ ভরো অন্তরে রোদের আলোয় তোমার হৃদয় সাজে আমাকে দেবে কিছুটা উষ্ণ আলো? আমার হৃদয় গলে ঝর্না হওয়ার স্বপ্ন দেখে নদী হয়ে পেতে চায় সাগরের সঙ্গম বাস্প হয়ে উড়তে যাবে আকাশে সূর্যটাকে ছুঁয়ে শোধ করবে এ উষ্ণতার ঋণ। শুধু এক চিমটি উষ্ণতা আমার চাই- দেবে কি ?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।