আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল ফোন চালানো যাবে কোমল পানীয়তে



মোবাইল ফোন ব্যাটারিগুলোর নানান প্রতিবন্ধকতা আছে। খুব বেশি কথা বলার সময় পাওয়া যায়না আবার পুরনো হয়ে গেলে এগুলোর থেকে আউটপুট আরো কমে যায়। আর নতুন করে মোবাইল ফোনের ব্যাটারি পরিবর্তন করাটাও একটা ঝক্কির কাজ তাছাড়াও খরচের ব্যাপারটা তো আছেই। ডেইজি ঝেং সম্প্রতি এমন এক ধরনের মোবাইল ফোনের আবিষ্কার ঘটিয়েছেন যেটিকে কোকের সাহায্যে চালানো সম্ভব হবে। শুধু কোকাকোলা নয় মিষ্টি স্বাদের যেকোনো কোমল পানীয়ে দিয়েই এটি চালানো সম্ভব হবে।

লিথিয়াম ব্যটারিগুলোর তুলনায় এই নতুন ধরণের ব্যাটারি ব্যবহার করে যদি মোবাইল ফোনগুলো চালানো যায় তাহলে তিনগুণ বেশি পরিমাণ টকটাইম পাওয়া যাবে। তাছাড়াও এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব। লিথিয়াম ব্যাটারি নষ্ট হয়ে গেলে সেটি ফেলে দেবার সময় পরিবেশ দূষণের সম্মুখীন হই আমরা। এই নতুন উদ্ভাবিত ব্যাটারিতে সেসব ঝামেলা নেই। উদ্ভাবক বলেন যে বায়ো ব্যাটারি ব্যবহার করার মূখ্য উদ্দেশ্যই হচ্ছে দূষনমুক্ত পরিবেশ তৈরিতে সাহায্য করা।

এখানে ব্যবহৃত বায়ো ব্যাটারিটি কার্বোহাইড্রেট থেকে বিদ্যুত উৎপাদন করে। এবং এনজাইমগুলোকে প্রভাবক হিসেবে ব্যবহার করে। ব্যাটারি যখন শেষ হতে থাকার সাথে সাথে ব্যাটারিটি পানি এবং অক্সিজেনের উদ্ভব ঘটায়। তাই সবদিক থেকেই এটি পরিবেশবান্ধব। এই ব্যাটারিকে একবার চার্জ দিলে সেটি লিথিয়াম ব্যাটারির চেয়ে চারগুণ বেশি সময় ধরে থাকতে পারবে।

[ছবিতে একটি বায়ো ব্যাটারি চালিত মোবাইল ফোনের মধ্যে কোক ঢালতে দেখা যাচ্ছে]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.