আমাদের কথা খুঁজে নিন

   

পোশাক কারখানায় জরিপের তাগিদ অর্থমন্ত্রীর

দেশের সব পোশাক কারখানার ওপর একটি জরিপ চালানোর ব্যাপারে আগামীকাল সোমবার অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, শুধু বিজিএমইএ ও বিকেএমইএ নয়, সরকারেরও উচিত পোশাক কারখানার ওপর একটি জরিপ চালানো। শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার জন্য এটি করা প্রয়োজন।
অর্থমন্ত্রী আজ রোববার সচিবালয়ে রিহ্যাবের সঙ্গে প্রাক-বাজেট আলোচনার পর সাংবাদিকদের এসব কথা বলেন।
তৈরি পোশাক কারখানার তিন মালিককে ধরা হলেও ভবনমালিককে কেন ধরা হচ্ছে না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের আইনি ব্যবস্থা এখনো দুর্বল।

মালিকদের বিচারের আওতায় আনার প্রক্রিয়াটি দুর্বল। আইন-কানুন পরিবর্তন করাটা সময়সাপেক্ষ। তবে এই সরকার ক্ষমতায় আসার পর শ্রমিকদের বেতন দ্বিগুণ হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, কারখানাগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে; তবে উন্নতি হলেও সার্বিকভাবে তা যথেষ্ট নয়।
ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানাকে ধরা হচ্ছে না কেন? এর জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সে একজন দুর্বৃত্ত।

দুবৃর্ত্তের কোনো নৈতিকতা থাকে না। ’ তিনি মনে করেন, ভবনধসের ঘটনায় উদ্ধার তত্পরতার ছবি যেভাবে দেখানো হচ্ছে, সেটা বন্ধ করা উচিত।
ভবনটি দখল করে বানানো হয়েছে—এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘কাগজগুলো লেখে যে যুবলীগ বা আওয়ামী লীগের কর্মী। আবার এ-ও দেখেছি যে, এরা অন্য দলের। আমাদের একটি বদঅভ্যাস হয়েছে যে, সবকিছুতে রাজনৈতিক রং দিতে চাই।

’।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.