আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধুর প্রশ্ন-বিদ্ধ স্বিদ্ধান্ত



না। এই পোষ্ট টি কাউকে উত্তেজিত করার জন্য নয়। এটি আমার জিজ্ঞাসা। কিউবার নাম বাংলাদেশে প্রথম আলোচিত হ্য় ১৯৭৩ এ। জোট-নিরপেক্ষ আন্দোলনে কিউবা তখন বড় মাপের অংশিদার।

বাংলাদেশ ও সে আন্দোলনে অংশ গ্রহন করে। জোট-নিরপেক্ষ আন্দোলনের প্রথম সমাবেশে অংশ গ্রহন করেন বঙ্গবন্ধু। সেখানেই বঙ্গবন্ধুর সাথে ফিদেল ক্যস্ত্রোর প্রথম আলোচনা হয়। ফিদেল ক্যস্ত্রো বঙ্গবন্ধুকে যূদ্ধোত্তর বাংলাদেশের প্রশাসন বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। মুজিব বলেছিলেন - "দক্ষ লোক পাইনা।

খুব অভাব। সে জন্য যারা স্বাধীনতার বিরোধিতা করেছিলো তাদেরকেই প্রশাসনে টানতে হয়েছে। " ক্যস্ত্রো এর সঙ্গে এক মত হননি। তিনি বলেছিলেন- "অদক্ষ লোক যদি দেশপ্রেমিক হয়, দায়বদ্বতা থাকে, তাহলে তাকে দক্ষ বানানো কঠিন নয়। কিন্তু দক্ষ লোক যদি দেশ বিরোধী বা গন-শত্রু হয়, তাহলে তার চাইতে ভয়াবহ আর কিছু হতে পারেনা।

" বঙ্গবন্ধু এই পরামর্শ শুনেছেন , তার কোনো প্রমান নেই। আর তাই স্বাধীনতার পর হতে আজ পর্যন্ত সেই স্বাধীনতার বিরোধিরাই আমাদের মাথার উপর ছড়ি ঘোরাচ্ছে। তাই প্রশ্ন, ভুল স্বিদ্বান্ত?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.