আমাদের কথা খুঁজে নিন

   

রিহ্যাব ফেয়ার ও কিছু কথা...

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

গতকাল ঘুরে এলাম রিহ্যাব ফেয়ার থেকে। ছুটির দিন বিধার অনেক ভির ছিল। এবার মেলার স্টলগুলো ছিল ছোট ছোট। কয়েকটি বড় কোম্পানীকে এ ব্যাপারে জিগ্গেস করতে বলল এবার কাউকেই বেশী বড় স্টল দেয়া হয়নি। সদস্যদের সংখ্যাধিক্য ও মেলার স্থান সল্পতা যার কারন।

মেলায় বেশীরভারগ অফারই ফ্লাট সংক্রান্ত। সেগুলোর দামও আকাশ ছোয়া, স্কোয়ার ফুট প্রতি ৩৫০০ টাকার নীচে কোন ফ্লাট নেই। একটি কোম্পানীর অফার দেখলাম ১৮০০ টাকা স্কোয়ারফুট, কিন্তু এমন এলাকায় যে সেখানে কারেন্ট ও গ্যাস লাইন নেই। যদিও তারা দাবী করেছে যে ৪ বছরের মধ্যে ফ্লাট নির্মান শেষ হবে ও এ সময়ের মধ্যেই বিদ্যুৎ ও গ্যাসের লাইনও সে এলাকায় চলে আসবে কিন্তু তাদের কথায় আমি আশ্বস্ত হতে পারিনি। মেলায় জমি বা প্লটের অফার ছিল খুবই কম, তার মধ্যে বেশীরভাগই পূর্বাচলের আশেপাশে।

তাদের সবার আচরনই অনেকটা একরকম, তা হচ্ছে "বুকিং দিবেন, আজকে বুকিং দিলে এত পার্সেন্ট ডিসকাউন্ট!!" ইত্যাদি। অনেকে হয়ত মেলায় বুকিং দিয়ে ডিসকাউন্ট গ্রহন করেছেন। কিন্তু প্রকৃত প্লট না দেখে শুধু মাত্র ম্যাপ দেখে কিভাবে প্লট কেনা যায় বুঝিনা। প্রথমে যদিও সেলসম্যান/সেলসগার্ল রা খুব আগ্রহ নিয়ে কথা বলে কিন্তু আমার কয়েকটি প্রশ্নের পরই তাদের আগ্রহ চলে যায়। প্রশ্নগুলো নিম্নরূপঃ ১।

আপনাদের প্রকপ্লটি কোথায়, ২। সেখানে রাস্তা আছেকি? ৩। বিদ্যুৎ লাইন আছে কি? ৪। গ্যাসের লাইন আছে কি? ৫। প্রকল্প এলাকার এখনকার অবস্থা কিরূপ? ৬।

প্রকল্পস্থান দেখা যাবে কিভাবে? ২,৩ ও ৪ নম্বর এর উত্তবে সবাই বলে হবে, হবে, অচিরেই হবে। কিছুক্ষন আলাপেই বুঝে যায় যে এই লোককে দিয়ে হবে না অতএব তারা আলাপের আগ্রহ হারিয়ে ফেলে। ঢাকার বুকেতো সম্ভব নয়, অন্তত ঢাকার আশে পাশে একটি জমি কেনার সপ্ন নিয়ে গিয়েছিলাম মেলায় কিন্তু হতাশ হতে হলো। কারন কোন হাউজিং-কেই বিশ্বস্ত বলে মনে হয় নি। যেগুলো পুরোনো ও ভালো হাউজিং তাদের প্লটের দাম এতো যা সাধারন মানুষের ধরাছোয়ার বাহিরে।

কেউ কি জানেন কি কম টাকারয় জমি কেনার মত ভালো কোন হাউজিং কোথায় পাবো??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.