আমাদের কথা খুঁজে নিন

   

আবাসন মেলায় ৪শ’ কোটি টাকার বুকিং: রিহ্যাব



আবাসন মেলার শেষ দিন শনিবার ছিল উপচে পড়া ভিড়। এবারের মেলায় বুকিংও হয়েছে অনেক বেশি। আবাসন মেলার আয়োজক রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) কর্মকর্তারা আশো করছেন এবারের মেলায় চারশ’ কোটি টাকার ওপরে বুকিং হয়েছে। যা গত বারের চেয়ে দ্বিগুণ। পাঁচদিনের এ মেলায় ক্রেতা- দর্শনার্থী এসেছে অর্ধলক্ষাধিক।

গত ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এ মেলার শনিবার ছিল শেষ দিন। গৃহনির্মাণ প্রতিষ্ঠানগুলোর আকর্ষণীয় ডিসকাউন্ট ও অফারে আকৃষ্ট হয়ে প্রথম দিন থেকেই মধ্য আয়ের মানুষ ভিড় জমাতে থাকে মেলা প্রাঙ্গণে। আগতরা অনেকেই নিজের পছন্দ ও দর দামের সঙ্গে মিলিয়ে মেলাতেই বুকিং দিয়েছেন। রিহ্যাব কর্মকর্তারা বলেছেন, অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন কারণে গতবারের তুলনায় এবার প্লট বা ফ্লাট বরাদ্দ বেশী হয়েছে। মেলা প্রাঙ্গণ ঘুড়ে দেখা গেছে, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছাড় বা ডিসকাউন্টের সুবিধা থাকায় নিজেদের সাধ্যের মধ্যে পছন্দের প্লট বা ফ্ল্যাট এর বুকিং দিতে সকাল থেকেই ব্যস্ত ছিলেন ক্রেতা-দর্শকেরা।

অনেকেই এ কদিন তাদের পছন্দ মতো লোকেশন বা ফ্ল্যাট যাচাই-বাছাই শেষে মেলার শেষ দিনে তাদের বুকিং দিয়েছেন। এবার ২৬৩টি আবাসন খাতের প্রতিষ্ঠানের পাশাপাশি ছয়টি আর্থিক প্রতিষ্ঠান অংশ নেয়। ক্রেতাদের আকৃষ্ট করতে মেলায় গৃহনির্মাণ প্রতিষ্ঠানগুলো ফ্রি উপহারের নতুন নতুন ধারণা নিয়ে হাজির হয়। এর মধ্যে গৃহস্থালী জিনিসপত্র, গাড়ি, এমনকি হীরার আংটি পর্যন্ত রয়েছে। এছাড়া মেলা চলাকালে প্লট ও ফ্ল্যাট বুকিংয়ের জন্য রয়েছে এক থেকে ১০ লাখ টাকা পর্যন্ত বিশেষ ছাড়ের অফারও ছিল।

মিশন গ্রুপ তাদের অ্যাপার্টমেন্ট বুকিংয়ের জন্য ঢাকা-কুয়ালালামপুরের বিমান টিকিট উপহার দেয়। অ্যাডভান্সড ডেভেলপমেন্টের প্রধান আকর্ষণ ছিল নিম্নমধ্য ও মধ্যবিত্ত শ্রেণীর জনগোষ্ঠীর উপযোগী উপশহর ‘অ্যাডভান্সড এঞ্জেল সিটি’। সীমিত আয়ের মানুষের এ উপশহরের ফ্ল্যাটের প্রতি বর্গফুটের দাম দুই হাজার ৭০০ টাকা। বুকিং মানি সর্বনিম্ন এক লাখ টাকা। সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ছাড়ের অফার ছিল শেলটেক এর বুকিংয়ে।

আমিন মোহাম্মাদ গ্রুপের সেঞ্চুরি কুয়াকাটা মডেল টাউন প্রকল্পে বুকিংয়ের জন্য পাঁচ শতাংশ ছাড়ের পাশাপাশি বিভিন্ন প্রকল্পে লাখ টাকা পর্যন্ত উপহারের অফার দেয়। অ্যাসুরেন্স ডেভেলপমেন্টের স্টলের প্রধান আকর্ষণ ঢাকা ক্যান্টনমেন্টের সন্নিকটের ‘অ্যাসুরেন্স সিটি’। নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তদের উপযোগী এ প্রকল্পে এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ বর্গফুট আয়তনের মোট ১৩৫টি ফ্ল্যাট রয়েছে। প্লট বা ফ্ল্যাট বুকিং দিলেই বুকিং দিলেই হিরার আংটি উপহার দেয় বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস (বিটিআই)। রূপায়ন হাউজিং এস্টেট এক লাখ টাকা ছাড়ের পাশাপাশি গাড়ির অফারও ছিল।

এছাড়াও অন্য অন্য প্রতিষ্ঠানগুলোর বুকিংয়ে ছিল বিভিন্ন উপহার ও ছাড়ের ছড়াছড়ি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.