আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয় ঘেরা জল-তরঙ্গ



বৃষ্টি ভেজা এক বিকেলে একলা পথে একটি ছেলে আনমনে কি ভাবছে চলে পথ পেরোতে চোঁখা-চোঁখি বৃষ্টি কাঁদায় মাখা-মাখি মাঁয়া ভরা ঐ দু' চোঁখে কত কি যে প্রশ্ন আঁকে অজানা এক ভালোলাগায় মনটা হারায় কৃষ্ণচূড়ায় আবেগী সব স্বপ্ন ভাসায় তেপান্তরের নীল যমুনায় হৃদয় ঘেরা জল তরঙ্গ সুরের মূর্ছনায় সুরের সাথী হবে আমার রাতের জোছনা শোনো ছেলে বৃষ্টি হবে? আমার গানের সুর কি হবে? ভিজবো তোমায় জোছনা রাতে হাতটি রেখে তোমার হাতে Friday, February 20, 2009 at 3:19pm

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।