আমাদের কথা খুঁজে নিন

   

শীতবস্ত্র বিতরণকালে মাওলানা নিজামী 'ইসলামী আদর্শ নিছক ধর্ম নয় মানব কল্যাণমূলক আদর্শ



গতকাল বৃহস্পতিবার পূর্ব রামপুরা ইসলামী ব্যাংক কলোনী প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী রামপুরা থানার উদ্যোগে আয়োজিত দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দলের আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, ইসলামী আদর্শ নিছক ধর্ম নয়, মানব কল্যাণমূলক আদর্শ। যারা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার নামে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে চায়, তারা ঐ সমস্ত সংস্থার কার্যক্রম বন্ধ করতে চায়, যারা দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, দুস্থ মানুষের সেবায় নিয়োজিত। গতকাল বৃহস্পতিবার দুপুরে পূর্ব রামপুরায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর রামপুরা থানার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। থানা আমীর মাওলানা একেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর আমীর রফিকুল ইসলাম খান, সেক্রেটারি এএইচএম হামিদুর রহমান আযাদ এমপি, খিলগাঁও থানার আমীর মাওলানা সালেহ আহমদ, বিশিষ্ট ব্যক্তি অধ্যক্ষ আবদুল মতিন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মকবুল আহমদ, রমনা থানা আমীর সেলিম উদ্দিন প্রমুখ।

মাওলানা নিজামী তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। কুরআন সুন্নাহর ভিত্তিতে ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠলে, তা হবে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র। আর মানুষের মৌলিক চাহিদাপূরণের দায়িত্ব হচ্ছে মুসলিম শাসকদের। তিনি বলেন, যাকাতভিত্তিক অর্থব্যবস্থা চালু হলে বিদেশী কোন সাহায্য ছাড়াই দেশের মানুষের মৌলিক চাহিদাপূরণ করা সম্ভব। যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে কোন দাতাগোষ্ঠী বা সাহায্যকারী দেশের দরকার হবে না।

আমীরে জামায়াত বলেন, জামায়াতে ইসলামী দল হিসেবে সব সময় দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। তিনি বলেন, ইসলামী আদর্শ মানব কল্যাণমূলক আদর্শ, নিছক ধর্ম নয়। যারা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার নামে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে চায়, তারা ঐ সমস্ত সংস্থার কার্যক্রম বন্ধ করতে চায়, যারা দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, দুস্থ মানুষের সেবায় নিয়োজিত। জামায়াতে ইসলামী সব সময় যেন দুঃখী মানুষের পাশে থাকতে পারে, এ জন্য তিনি সকলের কাছে দোয়া চান। মাওলানা নিজামী বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রধান দায়িত্ব সরকারের।

এখন পর্যন্ত এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোন উদ্যোগ চোখে পড়েনি। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশপাশি দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান। তিনি বলেন, শুধু রাষ্ট্রীয় কর্তৃপক্ষই নয়, মুসলমান হিসেবে বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানো, দুঃস্থ মানবতার সেবায় আত্মনিয়োগ করা ঈমানী দায়িত্ব। জামায়াতে ইসলামী এ দায়িত্ব পালন করে আসছে। রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামী সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

এক্ষেত্রে তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, মূলত; এ দায়িত্ব সরকারের। কিন্তু সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সরকার এ দায়িত্ব পালন না করে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার নামে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার চেষ্টা করছে। ইসলাম, দেশ ও জনগণের বিরোধী কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।

হামিদুর রহমান আযাদ বলেন, জামায়াতে ইসলামী সব সময় অসহায় মানুষের পাশে থেকেছে। মানুষের সেবা ও দুঃস্থ মানুষের দুঃখ লাঘবে চেষ্টা করে যাচ্ছে। তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। পরে মাওলানা নিজামী সহস্রাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.