আমাদের কথা খুঁজে নিন

   

ভুলে যাওয়া সময়



মাঝে মাঝে খুব কবিতা লিখার ভূত মাথায় চেপে যায়,কিছু কিছু শব্দ নিয়ে নাড়াচাড়া করে মনে হয়,না হলোনা,ছন্দ ছাড়া কবিতার কোন মানে আছে?? কখনো কখনো কিছু ছন্দ এসে যায়,সেটা কি কষ্ট থেকে নাকি ভালবাসা থেকে সেটা বোঝার আগেই লাইনগুলো সংরক্ষণের জন্য এটা-ওটা খোঁজাখুঁজি শুরু হয়,এবং সেটার পরিণতিঃ হয়তো আমি একটি কবিতা পাই,প্রিয়জনকে দেখিয়ে কিছু বাহবা পাই,কিন্তু মনের শান্তি যেন মিটেনা.।তাই মাঝেমাঝে ভাবি গল্প লিখব,কিন্তু গল্পকে হতে হয় সাবলীল,শুরু থেকে শেষ পর্যন্ত একটা ধারার মধ্য দিয়ে এগুতে হয়।তাই গল্প লিখার সাহস কখনো হয়নি।কিন্তু কিছু কিছু অনুভূতি থাকে যা কবিতায় প্রকাশ করা যায়না,কিছু কিছু সময় থাকে যা নিয়ে গল্প হয়না।সেই অনুভূতিগুলো খুব করে ডালপালা মেলে প্রকাশিত হবার চেষ্টা করে।কিন্তু ধরে রাখা যায়না সেই অনুভূতি,সেই সময়টাকে মনে রাখার জন্যে করা যায়না কিছুই।অজান্তেই হয়ত হারিয়ে যায় সেই সময়গুলো,অজস্র অনুভূতিকে একা করে দিয়ে......।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.