আমাদের কথা খুঁজে নিন

   

এইচপির নতুন ল্যাপটপে বিদ্যুত সাশ্রয়ের সুবিধা



কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান হিউল্যাট-প্যাকার্ড (এইচপি) বিদ্যুত সাশ্রয়ের ব্যবস্থাসহ বিশেষ সুবিধা দিয়ে নতুন ল্যাপটপ কম্পিউটার বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এ ল্যাপটপ ব্যবহারের ফলে বিদ্যুত খরচ অনেকখানি কমবে বলে জানানো হয়েছে। নতুন দুটি মডেলের ল্যাপটপে বিদ্যুত সাশ্রয় করতে যুক্ত হয়েছে বিশেষ যন্ত্রাংশ ও সফটওয়্যার। ল্যাপটপ কম্পিউটারে ব্যবহূত সফটওয়্যারটি দৈনিক, সপ্তাহ বা বছর হিসাবে বিদ্যুত সাশ্রয়ের খবরাখবরও জানাবে ব্যবহারকারীকে। ফলে ব্যবহারকারি নির্দিষ্ট বাজেটের বিদ্যুত খরচের পূর্ণাঙ্গ হিসাব রাখতে পারবেন।

এ ছাড়া সফটওয়্যারটি প্রয়োজন অনুযায়ী বিদ্যুত সরবরাহ সুবিধা পরিবর্তন করে দেবে, যার মধ্যে পর্দার ঔজ্জ্বল্য, তারহীন নেটওয়ার্কিংসহ প্রসেসরের গতির ব্যাপারটি অন্যতম। পাশাপাশি নতুনভাবে এ সুবিধা যুক্ত হওয়ার ফলে ব্যাটারির আয়ুও বাড়বে বলে এইচপির মুখপাত্র জানিয়েছেন। এ ছাড়া বিদ্যুত সাশ্রয়ের সুবিধার পাশাপাশি নতুনভাবে আরও কিছু সুবিধা ভবিষ্যতে ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের মাদারবোর্ডের সঙ্গে যুক্ত করার কথাও ভাবছে প্রতিষ্ঠানটি। এইচপি কর্তৃপক্ষের মতে, যুক্তরাষ্ট্রের পরিবেশ রক্ষা প্রতিষ্ঠানের নিয়ম মেনে সবুজ পরিবেশের পক্ষে এটি এক বিশেষ পদক্ষেপ। সর্বশেষ প্রযুক্তি সুবিধা নিয়ে বাজারে আসার অপেক্ষায় এ ল্যাপটপে উইন্ডোজ ও লিনাক্স দুই ধরনের অপারেটিং সিস্টেম যুক্ত থাকবে।

ল্যাপটপটি চলতি মাসেই যুক্তরাষ্ট্র এবং আগামী মাসের মাঝামাঝিতে সারা বিশ্বের বাজারে পাওয়া যাবে। বিশ্বের অন্যতম এ প্রতিষ্ঠানের ওই উদ্যোগকে পরিবেশ রক্ষার পাশাপাশি বিদ্যুত সাশ্রয়ের অন্যতম একটি উদাহরণ হিসেবে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা। তথ্যসূত্র : প্রথম আলো তারিখ : ১৮-১০-২০০৯ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।