আমাদের কথা খুঁজে নিন

   

শীতের মাঝে কাঁপছে যারা



শীতের মাঝে কাঁপছে যারা, বস্ত্রবিহীন দেহ- এই ভুবনে স্বজন-সুজন নেই কি তাদের কেহ ? ফুটপাতে আর ইষ্টিশানে মরা লাশের মত, শুয়ে আছে তোমার মত মানুষ শত শত। লজ্জা ঢাকার ব্যবস্থা নেই- শীত তো দুরের কথা, এমন করে আর কতদিন কাঁদবে মানবতা? মানুষ বলে তোমরা যারা নিজকে দাবী করো- বুকের মাঝে সুখের স্বপন সাজাও থরো থরো- তাদের কাছে এই মিনতি বিনয়ভরে রাখি- ওদের পাশে একটু দাঁড়াও স্নেহের পরশ মাখি !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।