আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যরাতে ধাঁধা প্রতিযোগীতা (পর্ব ৩) এইবার ধাঁধাগুলা কিন্তু কঠিন আছে

সিষ্টেম ইন্জিনিয়ার ইজ নাউ রেগুলার ইন সামু ..

আগের পর্বগুলা মধ্যরাতে কয়েকটি মজার ধাঁধা... Click This Link ১ম পর্বে বিজয়ী অদ্ভুত। নতুন বছরের শুরুতে কয়েকটি সহজ মজার ধাঁধা... Click This Link এই পর্বে বিজয়ী যৌথভাবে অপ্রয়োজন এবং মুক্তপ্রাণ। ২য় পর্বে ব্লগার রিজভী বলেছিলেন ধাঁধাগুলা খুবই সহজ। এই বার কয়েকটা কঠিন ধাঁধা দিলাম। দেখা যাক কে কয়টা পারেন।

১। একটা দোকানে ৫ টা খালি কোকের বোতল দিলে একটা ভর্তি কোকের বোতল পাওয়া যায়। যদি একজনের কাছে ৭৭টা খালি বোতল থাকে তবে সে মোট কয় বোতল কোক খাইতে পারব?? ২। চল্লিশ কেজি ওজনের একটা পাথর ও দাড়িপাল্লা আছে। পাথরটিকে কিভাবে চার টুকরা করলে এক থাইক্কা চল্লিশ কেজি পর্যন্ত সবগুলা ওজন মাপা যাবে?? ৩।

একটা জন্মদিনের পার্টিতে চারজন ছেলে তাদের মায়েদের সাথে এসেছে। ছেলে চারটার বয়স ১, ২, ৩ ও ৪। কোন ছেলের মা কে এবং তাদের বয়স কত যদি : X- এর ছেলের জন্মদিনের পার্টি B-সবথেকে বয়েসে বড় নয় Y-এর কাছে A-হয়েছে বছর খানেক আগে Z-এর ছেলে পরের জন্মদিনে ৩ বছর হবে। C-থেকে D- বয়সে বড়। W-এর ছেলে সবথেকে বড়।

Z-এর ছেলের থেকে C- বয়সে বড়। ৪। একটা দড়ি পুড়তে ৬০ মিনিট সময় লাগে। এরকম দুইটা দড়ি দিয়ে কিভাবে ৪৫ মিনিট সময় মাপা যাবে?? ৫। একটি ছেলে দাদুর বয়স Y * Y সালে ছিল Y।

ছেলেটির দাদুর জন্ম সাল কত?? রেজাল্ট ও আজকে রাতের বিজয়ী ঘোষনা করা হবে রাত্র ৪:১৫ মিনিটে। রেজাল্ট দেয়া হবে ১ ঘন্টার জন্য। ফাইনাল রেজাল্ট ও বিজয়ী ঘোষনা করা হবে ১০ ই জানুয়ারী রাত ২ টায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।