আমাদের কথা খুঁজে নিন

   

সমান্তরাল

অনুচ্ছেদ

শীতল দীর্ঘ দেহ, শুয়ে আছি বহুকাল সমান্তরাল, নিষ্প্রাণ পাথরের ভীড়ে আধডোবা, দেখি ঝিকঝিক আর্তনাদে ক্ষণিকের তুফান উড়িয়ে, ছুটে আসে ইস্পাতের ঘোড়াগুলি, মাঝে মাঝে আমি ওদের বুঝি না, চিনিনা কাউকেই, কেবল মানুষ দেখি - সাদা-কালো, হরেক রঙিন, মরচে ধরা দেখি সাহসী কিশোর, উলঙ্গ শিশু... আমার উপর দিয়ে হাতে-হাত রেখে হেঁটে যায় প্রেমমগ্নরা, কত চলে যায় এলোমেলো পথভোলা, কত আমার উপর কাটা প'ড়ে শুয়ে থাকে, ম'রে থাকে, কত আরো অজস্র চলচ্চিত্র এইসব দেখে থাকি, মিশে থাকি ঘাস-মাটি-কাঁটাঝোপ, প'ড়ে থাকি, দীর্ঘ শীতল, বহুকাল সমান্তরাল ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।