আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামিলীগ এর আসল জন্ম কখন?

চোখের আলো যেখানে কালো মনের আলো সেখানে আলোকিত...তাই আলোকিত মানুষ দেখার আশায় এই খানে আগমন....

ইতিহাস থেকে যতদুর জেনেছি..... ১৯৪৯ সালের ২৩শে জুন "অল পাকিস্তান আওয়ামি মুসলিম লীগ" এর জন্ম এবং এই "২৩শে জুন" কেই এখনও আওয়ামিলীগ তার জন্ম দিন হিসাবে পালন করে... এটা কিভাবে সম্বভ? এটা তো ছিল "অল পাকিস্তান আওয়ামি মুসলিম লীগ" আর "আওয়ামিলীগ" তো না ? আর একটু পেছনে দেখি... "অল পাকিস্তান আওয়ামি মুসলিম লীগ" এর প্রতেষ্টাতা প্রেসিডেন্ট ছিলেন মওলানা আব্দুল হামিদ খনা ভাসানী এবং ঐ সময় শেখ মুজিব ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক। পরবর্তিতে ১৯৬৩ সালে শেখ মুজিব "অল পাকিস্তান আওয়ামি মুসলিম লীগ" এর নেতৃত্বে আসেন এবং দলের নাম থেকে "মুসলিম" শব্দ মুছে দিয়ে নতুন নাম দেন "অল পাকিস্তান আওয়ামি লীগ"। মতান্তরে ১৯৫৩ সালেই কাউন্সিল এ "মুসলিম" শব্দ মুছে দিয়ে নতুন নাম দেন "অল পাকিস্তান আওয়ামি লীগ"। ১৯৭২ সালে এর নাম পরিবর্তন করে হয় "আওয়ামি লীগ" যা পরবর্তিতে হ্য় "বাংলাদেশ আওয়ামি লীগ" ১৯৮২ সালে। ১৯৭৫ সলের ২৪শে ফেব্রোয়ারি বাকশাল তৈরি হয় "Till any further order from the President all the members of the Parliament of the defunct Awami League, all its members, Cabinet Ministers, deputy Ministers, state Ministers will be considered as the members of the BKSAL" Sheikh Mujib renamed the League the "Bangladesh Farmers and Workers Awami League (Bangladesh Krishok Sramik Awami League, BAKSAL), and banned all other parties." এই ঘোষনায় সিপিবি, ন্যপ, আওয়ামি লীগ একত্রিত হয়ে হয় "বাকশাল"। অর্থৎ "আওয়ামি লীগ" নামে কোন রাজনৈতিক দল আর থাকে না। এখানে বলা যায় ১৯৭৫ সলের ২৪শে ফেব্রোয়ারি হল আওয়ামি লীগ এর মৃত্যু দিবস। পরবর্তিতে আবার "আওয়ামি লীগ" এর জন্ম হয় খন্দকার মুসতাখ এর হাতএ এবং জননেত্রী শেখ হাসিনা "বাংলাদেশ আওয়ামি লীগ" এর নেতৃত্বে আসেন ১৯৮২ দেশের এক ক্রান্তিকালে। তাহলে "বাংলাদেশ আওয়ামি লীগ" এর জন্ম কখন? ২৩শে জুন কিভাবে হয়? ২৩শে জুন এ জন্ম নেয়া আওয়ামি লীগ এর মৃত্যু হয় ১৯৭৫ সলের ২৪শে ফেব্রোয়ারি!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.