আমাদের কথা খুঁজে নিন

   

অ্যালবাম রিভিউ (তুমি - ব্যান্ড মিক্সড)

আমার সখের কাজের ভিতর সব চাইতে প্রিয় যে কাজটি তা হোলো পুরনো অ্যালবাম সংগ্রহ করা আর তা যে কোন মুল্লেই .। অ্যালবাম রিভিউ (তুমি - ব্যান্ড মিক্সড) নিয়ে এলাম হাজার হাজার মানুষের ভাললাগার এক অ্যালবাম এর খবর তুমি ব্যান্ড মিক্সড - স্বনামধন্য গীতিকার ও সুরকার কিশোর শাহিন এর আরকটি সুপার হিট অ্যালবাম (তুমি)প্রথম থেকে শেষ গানটি পর্যন্ত আপনাকে শুধু ভাবাবে এত সুন্দর আর শ্রুতিমধুর গান আমাদের দেশেই হত??কাকে ফেলে কার কথা বলব আমি বুঝতেই পারছিনা । অ্যালবাম শুরু প্রিয় বাচ্ছু ভাইর সেই বিরহী কণ্ঠে (দুঃখ আমার) পরেই জেমস হাজির তার দরাজ কণ্ঠে (সূর্য) নামক অসম্ভব সুন্দর গান নিয়ে তৃতীয় স্থানে চির চেনা হাসান এর বিস্ফোরণ (সুখ সুখ) এর পড়ে বাংলার আরেক কণ্ঠ যোদ্ধা মাকসুদ ভাইর নিজের কষ্ট নিজের মাঝেই পুষে রেখে গাইলেন (কষ্ট কে ভালবাসি) পঞ্চম স্থানটা বরাবরই শাফিন ভাইর দখলে মিষ্টি প্রেমের একটি গান না শুনলে বুঝবেন না (আমি জানি তুমি রাতকে ফাঁকি দিয়ে আসবে) নিজের খোলস ভেঙে বেড়িয়ে এসে পার্থ দাঁ দোষী একটি মেয়েকে দিলেন তার প্রাপ্য সম্মান (অকৃতজ্ঞ মেয়ে) এইতো গেলো প্রথম ৬টি গানের কথা পরের গান গুলোর কথা কি বলতে হবে ??? যাক বলেই ফেলি এবার টুটুল হারানো একজন মানুষ কে খুজেছিলেন (বলে দাও তুমি কোথায়) প্রতিটি মিক্সড অ্যালবাম এ যেই দুটি গানের জন্য অধির আগ্রহে বসে থাকি অনেক অনেক মিক্সড অ্যালবাম এ ৮ এবং ৯ স্থান গুলো যেই দুই জন ধরে রেখেছেন অনেক বছর,মুলত ৮ এবং ৯ গানে থাকে মিক্সড এর মুল চমক। অনেক স্রদ্ধার একজন মানুষ নকিব খান আর তরুন তরুণীর মনের অনেক বড় একটা জায়গা দখল করে রাখা টিপু ভাই (তাঁরা ভরা নিরব রাতে) নকিব খান...একবার শুনে কারো মন ভরবেনা এই অ্যালবাম এর সবচাইতে হার্ট টাচ গান (মনে হয় লুকিয়ে রাখি)টিপু আমি ভেবে কোন কুল পাইনা একটা কণ্ঠে এত মধুরতা কিভাবে থাকে? যা টিপু ভাইর কণ্ঠে বিদ্যমান এখনও ।।বাংলা গানের ইতিহাস লিখতে বসলে কেউ যদি এই অ্যালবাম বাদ দিয়ে লিখে তার লেখা অন্তত আমি গ্রহন করবনা ...মোট গান ১১টি অ্যালবাম - তুমি কথা ও সুর - কিশোর শাহিন প্রযোজনা প্রতিষ্ঠান - কেটি সিরিজ টিপু ভাইর গানটির ডাউনলোড লিঙ্ক দেয়া হল >>> গানের ডাউনলোড লিঙ্ক ফেসবুক পেজ ফেসবুক ইউজার যারা আছেন পোস্টটি যদি ভালো লাগে পেজটি কে লাইক করবেন .।  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.