আমাদের কথা খুঁজে নিন

   

ঈর্ষা

এই ব্লগের কোন লেখা আমার অনুমতি ব্যতীত কোথাও ব্যবহার না করার অনুরোধ করছি

আমার ঈর্ষা হয়নি, যখন আমি ক্ষুধার্ত পেটে প্রাচুর্যের প্রাসাদ আর সৌভাগ্যের দেবতাদের দেখেছি নিশ্চুপ সারাদিন; যখন আমি বিস্ময় ভরে স্বপ্নের চূড়োয় অধিষ্ঠিত যুগলের একান্ত খুনসুটি দেখেছি স্বপ্নেরই দোরগোড়াতে দাঁড়িয়ে অবিরাম; যখন অজস্র তুচ্ছ কীটের দম্ভের ভারে দেবে যেতে দেখেছি গরিব বাঙলাদেশের মাটি, যখন তৃষ্ণার্ত ক্লান্ত দুপুরে শুনেছি শ্রান্তি দূরকারী বেহালার ছড়ের মূর্ছনা অলৌকিক- আমার ঈর্ষা হয়নি। শেষ দুপুরের অবগাহন শেষে তোমার জলমগ্ন দেহ- অপার্থিব স্থাপত্যকর্ম- হতে ভেসে আসা মাদক সুবাসও আমায় ঈর্ষান্বিত করেনি কোনওদিন; জীবনান্দের কবিতার সুগঠিত পঙক্তিরা পর্যন্ত আমায় দেখেছে ঈর্ষাহীন, সৎ। অথচ আজ, আস্তাকুঁড়ের নোংরা ঘেষা কোন ভিখিরির অবহেলিত স্থবির লাশ এক প্রচন্ড ঈর্ষান্বিত করে তুললো হঠাৎ আমায়, ঈর্ষা হলো একদা ভিখ মাগা অই পঙ্কিল হাত-পা ক্লিষ্ট মুখায়ব উলঙ্গ শীর্ণ দেহ। আহা! কতো লক্ষ বছর আমি যেচেছি অমন ভীষণ সামান্য এক মৃত্যুর আলিঙ্গন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।