আমাদের কথা খুঁজে নিন

   

কুয়াশাচ্ছন্ন দিনে বইয়ের জন্য ভিড় (রায়পুর সংবাদ ২)



অনেক কষ্ট করে ইউ. এন. ও র কার্য্যালয় থেকে বইগুলো এনেছিলাম। প্রায় এক হাজার ছেলেমেয়ের জন্য বই। বইগুলো নেয়ার জন্য ট্রলি খুঁজে পাচ্ছিলাম না। সবগুলো আগেই ভাড়া করেছে অন্যান্য স্কুলগুলো। নিরুপায় হয়ে খোঁজাখুজি করে পেলাম বিশাল এক ট্রাক।

ভালই হল নড়বড়ে ট্রলির চাইতে এই গোঁয়ার জন্তুটাই ভাল। চট্ট্রাগ্রামগামী ট্রাক। আমাদের রাস্তায় নামেয়ে দেবে। ভাড়াও ট্রলির চাইতে কম। আমি, প্রবীর স্যার, গৌরাঙ্গ স্যার, কেরানী, দপ্তরী শাহ আলম সেই দিন ছিলাম ট্রাকের উপরে।

আজকে ৬ষ্ঠ শ্রেণী-৯ম শ্রেণী পর্যন্ত বই দেয়া হল। সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন মাঠে-বারান্দায় ছেলেমেয়েদের ভিড়। আজ বই দেয়া হবে। অবশেষে বেলা ২টায় সবাইকে বাই দেয়া হলো। মাধ্যমিক পর্যায় এবারই প্রথম সরকার সারা দেশে বই বিতরণ করলো।

ছাত্র-শিক্ষক সবার মধ্যে দারুন উৎসাহ। গরীব পরিবারগুলোর জন্য একটু হলেও উপকার হবে, যাঁরা অনেক কষ্ট করে ছেলেমেয়েদের পড়ার খরচ দেন, স্কুল ড্রেস দেন। ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা অনেকেই দোকানদার, মাছ বিক্রেতা, সব্জি ওয়ালা, রিকশা চালক, দিন মজুর তাদের জন্য এই বই অনেক বড় সাহায্য বলে মনে করি। কেননা এই সকল নিম্ন আয়ের মানুষেরা তাদের সন্তানদের বই কিনে দিতে ৩, ৪ অনেকে ৫,৬ মাস পর্যন্ত লাগিয়ে ফেলেন। সেক্ষেত্রে এখন আর তাদের ঝামেলা নেই বছরের শুরুতেই সব বই এখন তাদের হাতে।

সরকারকে এ জন্য একটা প্লাস।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।