আমাদের কথা খুঁজে নিন

   

ছাগলামী গাছে ধরে

এডিট করুন

তিন ব্রিটিশ একলগে হইলে নাকি একটা নাইট ক্লাব খুলবার চায়, তিন জাপানীজ একলগে হইলে কয় চল একটা গাড়ির ফ্যাক্টরী খুলি, তিন ইহুদী একলগে হইলে কয় চল একটা ব্যাংক খুলি। আর তিন বাঙ্গালী একলগে হইলে যেইডা করে তা হইল পরচর্চা। আমি এমন কোন বাঙ্গালী সাধারণ সমাজ দেখলাম না যেখানে তারা একত্রিত হইলে পরচর্চা না কইরা থাকতে পারে। কথা খারাপ লাগলেও সত্যি। পরচর্চার লক্ষ্যবস্তু হয় কারা??? ১।

এলাকার চেয়ারম্যান-মেম্বার ( কবে খারাপ পাড়ায় গেছিল ) ২। স্কুল-কলেজের শিক্ষক ( কোন ছাত্রীর উপরে নজর পড়ছে অথবা কোন স্যার আর ম্যাডাম একল্গে আসা যাওয়া করে ) ৩। ঐ এলাকার কলিমদ্দি ( প্রথম বউ রাইখাই গোপনে কবে কোথায় দ্বিতীয় বিবাহ করছে ) ৪। জলিল সাহেবের মেজ মেয়ে ( কোন পোলার লগে তিনদিন আগে ভাইগা গেছে ) ৫। পাশের ফ্লাটের ভাবী ( উনার স্বামী ভালা না ) ৬।

সুন্দরী জরিনা ( ছেলেরা দল বেধে জরিনা আলোচনা করবে ) ৭। ৮। ৯। ............... ............... এবং ড, জাফর ইকবাল। একদলের কাছে ফেরেশতা বা নবী, আরেকদলের চক্ষুশূল, আরেকদলের কাছে ভন্ড, আরেকদলের কাছে আওয়ামী লীগার, আরেকদলের কাছে একজন শিক্ষক যার অনেক উদ্যোগ প্রশংসনীয়।

প্রথমে আপামর ছাগুগোষ্ঠী ও আবালের দল ভাগা দেও। এই যে মোল্লার দল, আবালের আবাল, কাঠাল ভোদাইরা তোমাগো এত লাগে কেন?? ড, জাফর ইকবাল তোমাগো কি হয়?? তোমরা হইতাছ একদল ছাগল। ছাগলেরা মানুষের সমালোচনা না করলেও হইব। আমাগো নিজেগোর ব্যাপার আমরা দেখতাছি। তোমাগো টেনশন করন লাগব না আমাগো নিয়া।

ড, জাফর ইকবাল আমাগো মানুষ। হেয় কি করছে না করছে সেইডা আমরা দেখুম। কতটুকু খারাপ না ভাল সেইডা আমরা বুঝুম। আমাগোর লোকরে নিয়া তোমাগো না ভাবলেও চলব। এইবার ভাইজানেরা আসেন।

আইচ্ছা বাঈজানেরা আপনেরা যারা হের এত চৌদ্দগুষ্টি উদ্ধার করতাছেন তারা কি জীবনে হিন্দি গান ছবি এইসব দেহেন নাই? বাঈজানেরা বলিউড আপনাদের বাথরুমমুখী করছে কয় বার?? সত্য কথা খুবই তিতা লাগে?? পাশের ফ্লাটের জরিনা খুবই সুন্দরী। আপনি তার লগে ফিল্ডিং মারনের লাইগা বহুতদিন ধইরা চেষ্টা করতাছেন। জরিনা এহন যদি কোন একটা আবাইলা হিন্দি গানের সিডি কিনা দিতে অনুরোধ করে তাইলে এই সব ছামু মামু জাফর ইকবাল ছাইড়া এহনই তো দৌড় দিবেন। ড, জাফর ইকবাল কি ঐ অনুষ্ঠানে কোন মেয়েরে হেনস্থা করছিল?? কু প্রস্তাব দিছিল?? ড, জাফর ইকবাল কি সাইধা নিমন্ত্রণ নিছিল?? বেচারা চামে ফাইসা গেছে। পুলাপান ফূর্তি করবার লাগছে।

ছাড়ছে যথারীতি হিন্দি গান। আমাগোর তো এহন হিন্দি ছাড়া চলে না। বেচারা কি এহন পুলাপানরে ধমক দিয়া কইব ," খামোস!! বেয়াদবের দল, আমাকে দাওয়াত দিয়ে ডেকে এনে হিন্দি গান ছেড়ে ফাইজলামি পেয়েছিস!!! দাড়া আজকে তোদের একদিন কি আমার একদিন!!! সব কটার পিঠের ছাল আজকে তুলে ছাড়ব!!!!!" এরপর উনার স্ত্রীকে বলবেন "ওগো আমার পাকানো বেতটা কৈ"? উনার স্ত্রী বলবেন "খাটের তলায় বেতটা"। উনি তখন জনৈক করিমনকে বলবেন "এই যা বেতটা নিয়ে আয়, আর ঐ ব্যান্ড পার্টি তোরাও লাইনে দাড়া, আজকে তোদেরও পাছার ছাল তুলে ফেলব!!!!!" কত্ত বড় বেয়াদব হইছে পুয়ালান, কি জমানা আইল!!!" কি এমনে কইলে খুব ভালা হইত না??? আপনে নিজে কখনো এমন কোন অবস্থায় পড়েন নাই যেখানে আপনার সাথে মিলে না এমন কোন কাজও আপনাকে করতে হয়?? এইবার আসি অন্য কথায়। উনি যদি নাইচাও থাকেন তাতে কি এমন মহাভারতটা অশুদ্ধ হইছে?? খালেদা হাসিনা দেশ বেইচা চাঙ্গে উঠাইতাছে আর আপনেরা তাগোরে বারবারে ভোট দিয়া আরো বেশি কইরা যাতে চাঙ্গে উঠায় তার লাইগা ব্যাবস্থা করতাছেন আর সেইখানে এক কমজোরি শিক্ষকরে পাইছেন তারে সবাই মিলা যাতানি আরম্ভ করতাছেন।

ড, জাফর ইকবাল কি কোমড় দুলাইয়া নাচছিলেন নাকি ঐখানে?? বেরেক ড্যান্স দিছিলেন?? বাল্টা আমার ছাল্টা ফেলে মাল্টা চলে গেল। আমার কথাঃ আমি ব্যাক্তিগতভাবে মনে করি ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের মধ্যে দুরত্ব কমা উচিত। আবার উপরের ২ নাম্বার কারণ ভাইবা বইসেন না। আমি মনে করি শিক্ষকরা যত কাছে আসবেন ছাত্র ছাত্রীদের ততই মঙ্গল। শিক্ষকরা মঙ্গল গ্রহের মানুষ হোক, এটা আমার মোটেও পছন্দ নয়।

উনারা হবেন আমাদের শিক্ষক, দিকনির্দেশক, বন্ধু। কথায় আছে বাবা মা পৃথিবীর সবচেয়ে বড় বন্ধু। শিক্ষকরা আমাদের বন্ধু হোক। একটা ছেলে ক্লাসে যেন শিক্ষকের প্রতি ভয় নিয়ে না ঢুকে। শিক্ষকরা আমাদের সাথে নাচুক, আমি এতে কোন সমস্যা দেখি না।

এতে উনাদের এই তথাকথিত সম্মানের ক্ষতি হলেও আমাদের বিশাল ছাত্রগোষ্ঠীর যে উপকার হবে তা অনেক। এখন যদি আবার ছাত্রীদের সাথে নাচা যাবেনা, ম্যাডামরা নাচবেন ছাত্রীদের সাথে, স্যারেরা নাচবেন ছাত্রদের সাথে, তাহলে তো বিভেদই সৃষ্টি করা হয়। আমরা ছেলেরা কেন অনিরাপদ মেয়েদের কাছে? এই যে ছেলেগুলি, মেধাবি ছেলেগুলি, স্কুল কলেজ থেকে বের হয়ে প্রতিযোগীতা করে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়ে বিজ্ঞান কলা সাহিত্যের উচ্চস্তরে উঠতে বিশ্ববিদ্যালয়ে এসেছে তাদের কাছেই যদি মেয়েরা নিরাপত্তা না পায় তাহলে কি ঐ কলিমুদ্দি আদম ব্যাপারী তাদের নিরাপত্তা দেবে?? আজকে যদি ছাত্রদের একটা অনুষ্ঠানে উনি নাচতেন তাহলে কি এত কথা হত?? বরং আমার মনে হয় উনার মহানুভবতা নিয়ে কয়েকটা পোষ্ট আসত, যে উনি ছাত্রদের সাথে খুব বন্ধুসুলভ। এত মানসিক দৈন্যতা কেন আমাদের? ভিডিওটা যিনি করছেন উনিও তো বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষার্থী। এত মেধা দিয়ে উনি কি করবেন?? এইরকম আবালীয় বিতর্কের সূচনা?? দূর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।