আমাদের কথা খুঁজে নিন

   

ছাগলামী হোক আর মনুষ্যত্ব হোক! ব্লগ এইরম প্রকাশ নিয়াই থাকে...

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

ব্লগ দেখতে ভালো লাগতেছে...ব্লগাররা তাগো ব্লগ নিজের মতোন কইরা সাজাইতে আগ্রহ পাইতেছে দেইখা আমারো ভালো লাগতেছে, মেইল কিম্বা ফোরাম টাইপ পোস্ট কম...সব পজিটিভ সাইন। কিন্তু হঠাৎ, কার কতো নিক, আর সেই নিকের ব্যবহার কইরা কে নিজের পোস্টরে টপরেটেড রাখতে পারতেছে সেই বিষয়টা গুরুত্বপূর্ণ হইয়া যাওনে ক্যান জানি বিরক্তিও আসতেছে। আমার মনে হয়, ব্লগে একজন মানুষের একাধিক নিক থাকতেই পারে...আর তার ব্যবহার কইরা সে নিজের পোস্টরে টপরেটেড করতেই পারে...তাতে কার কি আসে যায়? ব্লগাররা কি টপরেটেড পোস্টের লেইগা বাড়তি কোন ফায়দা হাসিল করতে পারবো? পোস্ট তার নিজের মান নিয়া খাড়াইবো, এইটাই নিয়ম। সেইটা কে রেইটিং দিলো, কে দিলো না তাতে কখনো বিবেচনায় আসে না। আমি নিজের পোস্টে দেখছি...যেই পোস্টের ব্যাপারে বেশি আবেগী থাকি, সেই পোস্ট প্রায়শঃই কম পঠিত হয়। কি আসে যায়! ব্লগ দুনিয়াটাই এইরম! সব মানুষ একরম কইরা ভাবনের অবকাশই পায় না এইখানে। কারো ভাষা আরেকজনের লগে মিলেনা। কেউ ক্ষ্যাপাইয়া মজা পায়...কেউ পায় খেইপা যাওনে...কেউ নিভৃতে থাকতেই ভালোবাসে...আবার কেউ চায় পরিচিতি... নিজেও জানি একটা ব্লগ সাইটে আসলে করার কিছু থাকে না। এইখানে গালাগালি হইবো...এইখানে মৌলবাদ আইবো...এইখানে জ্ঞান চর্চা হইবো...এইখানে আবেগ আর ভালোবাসার ফল্গুধারা চলবো...রোদ্দুর-বৃষ্টি-তাপদাহ সবকিছুর প্রকাশ থাকবো এইখানে...এইটা আমার মতো আরো অনেকের নিজেরে লেখনীতে অনুবাদের মুক্তাঙ্গন... ছাগলামী হোক আর মনুষ্যত্ব হোক! ব্লগ এইরম প্রকাশ নিয়াই থাকে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।