আমাদের কথা খুঁজে নিন

   

ওবামার চেয়ে জনপ্রিয় মিশেল ও হিলারি

বাংলাদেশকে নিয়ে শংকিত
যুক্তরাষ্ট্রে এ বছর সবচেয়ে প্রশংসিত পুরুষদের তালিকায় শীর্ষ স্থান প্রেসিডেন্ট বারাক ওবামা পেলেও জনপ্রিয়তায় ওবামার চেয়ে এগিয়ে আছেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। বুধবার প্রকাশিত জরিপে এই তথ্য জানানো হয়েছে। সিএনএন ও ওপিনিয়ন রিসার্চ করপোরেশনের একটি জরিপে দেখা গেছে, ৫৮ শতাংশ নাগরিক মার্কিন প্রেসিডেন্টের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। আর মিশেল ওবামা ও হিলারি ক্লিনটনের পক্ষে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে যথাক্রমে ৬৮ ও ৬৪ শতাংশ নাগরিকের। যুক্তরাষ্ট্রে প্রতি ১০টি পরিবারের মধ্যে চারটি পরিবার ওবামা সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে।

আর হিলারি ক্লিনটনের সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে প্রতি ১০টির মধ্যে তিনটি পরিবারের। জরিপে মিশেল ওবামা সম্পর্কে ১৯ শতাংশ পরিবার নেতিবাচক মত জানিয়েছে। ওই জরিপ থেকে আরও জানা গেছে, প্রতি ১০ জন ডেমোক্র্যাট সদস্যের মধ্যে প্রায় নয়জনই ওবামার প্রতি আস্থাশীল। অন্যদিকে প্রতি চারজনের মধ্যে তিনজন রিপাবলিকান সদস্য প্রেসিডেন্টের ব্যাপারে নাখোশ। জরিপে দেখা গেছে, ওবামার আস্থার সূচক আগস্টের চেয়ে ছয় এবং এপ্রিলের চেয়ে ১১ পয়েন্ট কমেছে।

এদিকে গবেষণা সংস্থা গ্যালাপের একটি জরিপ থেকে জানা গেছে, প্রশংসিত পুরুষদের তালিকায় ৩০ শতাংশ জনসমর্থন নিয়ে শীর্ষ স্থানটি পেয়েছেন ওবামা। আর মাত্র চার শতাংশ সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তৃতীয় স্থানটি দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার। ওই জরিপে প্রশংসিত নারীদের তালিকায় ১৬ শতাংশ সমর্থন নিয়ে শীর্ষ স্থানে রয়েছেন হিলারি ক্লিনটন। তাঁর চেয়ে সামান্য পিছিয়ে ১৫ শতাংশ সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন আলাস্কার গভর্নর সারাহ পেলিন।

টক শো উপস্থাপিকা অপরাহ উইনফ্রের পেছনে জনসমর্থন আট শতাংশ। আর মিশেল ওবামা পেয়েছেন সাত শতাংশ জনসমর্থন। প্রথম আলো, সিএনএন, দ্য হিন্দু।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।