আমাদের কথা খুঁজে নিন

   

ওবামার বিজয়!

ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে

আমি রাজনীতি সম্পর্কে ওতসত বুঝি না, রাজনীতি আমার পছন্দের তালিকায়ও নেই, এতে পারে এটা আমাদের দেশের রাজনীতিবিদদের সংস্কৃতি কারণে। আমার প্রশ্ন হল, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আমরাসহ পুরো বিশ্বের এত ভাবনা নিয়ে। চায়ের দোকানে, খাবার টেবিলে সব জায়গায় আলোচনা হচ্ছে। আমি দেখেছি ডব্লিউ বুশের সময় বিশ্ব কি অবস্থায় ছিল, এই যুদ্ধবাজ লোকটার পর আসল বিল ক্লীনটন, তারপরও কি বিশ্বময় শান্তি ছিল? আবার আসল জুনিয়র বুশ, যুদ্ধ আরও বেশী করে বিশ্বময় ছড়িয়ে পড়ল। একটা বিষয় আমার চোখে পরিস্কার, আমেরিকার সরকার পরিবর্তন হলেও তাদের পররাষ্ট্র নীতি কি পরিবর্তন হয় বা তারা কি করে? তাদের কি মুসলিম বিদ্বেসী ভাব কমে? তাহলে আমাদের মত দেশগুলোর কি লাভ তাতে? তবুও আশা করব আমেরিকার প্রথম কৃষ্ঞাঙ্গ (বানানটা ঠিক মত হচ্ছে না) প্রেসিডেন্ট বারাক ওবামা সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।