আমাদের কথা খুঁজে নিন

   

ওবামার স্বপ্ন

অনেক পুরনো প্রবাদ, ‘আদার ব্যাপারীর জাহাজের খবর’। আজ তাই করতে মন চাচ্ছে। আমার কাছে খুব অপ্রিয় (চর্বিত চর্বণ একারনে) বিষয় হল আন্তর্জাতিক রাজনীতি। তারই একটি প্রসঙ্গ মাথায় ঘুরপাক খাচ্ছে। গত কয়েকবছর ধরে চারপাশে পরিবর্তন শব্দটা খুব শুনছি।

যে যার মত পারছে নিজের সুবিধামত শব্দটা ব্যবহার করছে। বাংলালিঙ্ক ‘দিন বদলের অঙ্গিকার নিয়ে’; প্রথম আলো ‘বদলে যাও বদলে দাও’; আওয়ামী লীগ ‘দিন বদলের প্রত্যাশায় /বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিবর্তনের অঙ্গীকারে’ – ইত্যাদি। আমার যতটুকু মনে পড়ে এসব দিন বদল বা সময় বদল কথাটা প্রথম বলা হয়েছিল গত আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের সময়। প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামার নির্বাচনী প্রচারনার অন্যতম Key Word ছিল ‘Change’ বা বদল। দিন বদল অর্থে।

তারপরে এই দিনবদল শব্দটি বহু জায়গায় বহুভাবে বহুবার ব্যবহার হয়েছে। যাই হোক, প্রেসিডেন্ট হবার পর মুসলিম জাতির সাথে সম্পর্ক উন্নয়নের জন্য বারাক ওবামা ২০০৯ সালের জুন মাসে ৫ দিন ব্যাপী মধ্যপ্রাচ্য সফর করেছিলেন। সে সফরে, মিশরের কায়রো বিশ্ববিদ্যালয়ে ৪ঠা জুন, ২০০৯ এ তিনি একটি বিখ্যাত ভাষণ দিয়েছিলেন। দীর্ঘ সেই ভাষণের শেষ পর্যায়ে তিনি ৫ টি লক্ষের কথা বলেছিলেন। তার ভাষ্যমতে, “……we have a responsibility to join together on behalf of the world that we seek – 1. a world where extremists no longer threaten our people, 2. and American troops have come home; 3. a world where Israelis and Palestinians are each secure in a state of their own, 4. and nuclear energy is used for peaceful purposes; 5. a world where governments serve their citizens, and the rights of all God’s children are respected.” অর্থ – “… … .. আমাদের একটি দায়িত্ব আছে, একসাথে মিলে সেই কাঙ্ক্ষিত বিশ্ব গড়ার – ১. যে পৃথিবীতে চরমপন্থিরা আর আমাদের জনগনের জন্য হুমকি হবে না ২. এবং আমেরিকান সেনারা দেশে ফিরে আসবে ৩. যে পৃথিবীতে ইসরাইলী ও ফিলিস্তিনিরা নিজ নিজ দেশে নিরাপদে বাস করবে ৪. এবং পারমাণবিক শক্তি ব্যবহৃত হবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ৫. এবং সে পৃথিবী যেখানে সরকার তার নাগরিকদের সেবা দান করবে, এবং সৃষ্টিকর্তার সব সন্তানের অধিকারকে সম্মান দেখানো হবে।

” এর মানে হল তিনি ঐদিন দিন বদলের অঙ্গীকার পুনরায় ব্যাক্ত করেছিলেন। ২০১২ সালে এসে আজ মনে হচ্ছে, প্রেসিডেন্ট ওবামা তার উদ্দ্যেশ্য বাস্তবায়নে কতটা সফল হয়েছেন? পুরোটা তো অবশ্যই নয়। কিন্তু আংশিক কি পেরেছেন? পেরেছেন কি কাজটি শুরু করতে? নাকি পুরোপুরিই ব্যর্থ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।